মালাইকা আরোরা। বলিউডে অভিনেত্রী হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, নাম করেছেন মডেল কিংবা আইটেম গার্ল জ্যঁরে। তাতে কী, বড়পর্দায় তাঁর উপস্থিতি যতই কম হোক না কেন, তিনি দর্শক মনে রাজত্ব করে চলেছেন ৫০-এও। মালাইকা আরোরা, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। বয়স ৫০ হলেও, টিনেজারদের বলে-বলে ছয় মারতে পারেন তিনি। মালাইকা আরোরার রূপের প্রশংসা যেমন সর্বত্র ছড়িয়ে তেমনই কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হয়নি। আর যে তালিকায় সব থেকে বেশি নাম লিখিয়েছে তাঁর ‘নিতম্ব উঁচিয়ে হাঁটা’। একবার স্ট্যান্ডআপ কমেডিয়ান শোয়ে সকলের নজর কেড়েছিলেন মালাইকা আরোরা। সেখানেই নিজেকে নিয়ে হওয়া প্রতিটা ট্রোলকেই আলোচনার কেন্দ্রে তুলে এনেছিলেন মাল্লা।
ফ্লোরের মাঝে যখন তিনি কথা বলছিলেন, তখনই তাঁর দিকে হাত বাড়ায় অমৃতা আরোরা। তখনই হাসতে হাসতে মালাইকা একাধিক অভিযোগ করে বসেন। অদ্ভুত দাবি এই মহিলার। তুমি আমায় স্পর্শ করতে চাও! কখনও ফোন করে বলছে বাড়ি আসতে চাই, দেখা করতে চাই। খালি কু-প্রস্তাব। যদিও মালাইকার এই কথায় হেসে লুটোপুটি খেয়েছিলেন সকলেই। সেদিন কেবল এই প্রসঙ্গেই যে তিনি কথা বলেছিলেন এমনটা নয়।
প্রসঙ্গত, একপ্রকার ট্যাগ হয়ে গিয়েছেন মালাইকা ডাক ওয়াক-এ। এই প্রসঙ্গে তাঁর সত্যি কি কোনও খারাপ লাগা কাজ করে? একেবারেই নয়। কারণ তিনি একপ্রকার গর্ব করেই উত্তরে জানিয়েছিলেন… ”আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে, এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা… সবার মতোই হাঁটতেই পারি। আমি এসবের তোয়াক্কাই করি না।” দিন দিন যেন আরও সুন্দর হয়ে উঠছেন মালাইকা। ঝড়ের গতিতে প্রতিটা মুহূর্তে তাঁর পোস্ট নেট দুনিয়ায় জায়গা করে নেয়। সম্পর্ক ঘিরে চর্চার কেন্দ্রে থাকা এই সেলেব বি-টাউনের অন্যতম ফ্যাশনিস্তাও বটে।