তিনি পুত্র সন্তানের মা। ছেলে আরহান খানের জন্ম দিয়েছিলেন ২০০৩ সালে। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) মালাইকা আরোরা (Malaika Arora)। কিন্তু তাঁর কন্যা সন্তানের শখ ছিল। তিনি মেয়ের মা হতে চেয়েছিলেন। এত বছর পর প্রকাশ্যে সে কথাই জানালেন অভিনেত্রী।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার ডান্সার: চ্যাপ্টার ফোর’-এ সদ্য এক প্রতিযোগী ফ্লোরিনা গগৈয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান মালাইকা। ছ’বছরের খুদের নাচ তাঁকে ইমোশনাল করে তোলে। তিনি ফ্লোরিনাকে জড়িয়ে ধরে নিজের মনের সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ করেন।
আরও পড়ুন, কিরণের শারীরিক পরিস্থিতির ভুয়ো খবর নস্যাৎ করে কী বললেন অনুপম?
মালাইকা বলেন, “আমি কি তোমাকে বাড়িতে নিয়ে যাব? আমার ছেলে আছে। কিন্তু জীবনের অনেকটা সময় ধরে আমি ভেবেছি, আমার যদি একটা মেয়েও থাকত! আমার এত সুন্দর জামা বা জুতো রয়েছে, কিন্তু সেগুলো আমি ছাড়া আর পরার কেউ নেই!”
আশা ভোঁসলের একটি গানের সঙ্গে পারফর্ম করে ফ্লোরিনা। তার পরিশ্রমকে কুর্নিশ করেছেন অভিনেত্রী। আরবাজ খান এবং মালাইকার একমাত্র পুত্র আরহান। আরবাজ এবং মালাইকার দীর্ঘ দাম্পত্যের পরে বিচ্ছেদ হয়ে গিয়েছে। মালাইকা অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন। সেই প্রেমের সম্পর্ক এখন তাঁরা প্রকাশ্যে স্বীকারও করেন। আরহানের সঙ্গে বাবা-মা দুজনেরই সম্পর্ক রয়েছে। তবে বেশিরভাগ সময় আরহান মায়ের সঙ্গেই থাকে।