অর্জুন অতীত, পঞ্চাশে এসে মালাইকার জীবনে ফের পুরুষ? বিদেশে গিয়েই…

Jul 17, 2024 | 10:03 PM

Malaika Arora: বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন মালাইকা ও অর্জুন। মালাইকার থেকে বয়সে বেশ খানিকটা ছোট অর্জুন, তা নিয়ে অতীতে ট্রোলিং কম হয়নি। তবে সে সবে পাত্তা না দিয়ে ভালই ছিলেন তাঁরা।

অর্জুন অতীত, পঞ্চাশে এসে মালাইকার জীবনে ফের পুরুষ? বিদেশে গিয়েই...
মালাইকার জীবনে ফের পুরুষ?

Follow Us

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, এ কথা কারও অজানা নেই। সদ্য হওয়ার অম্বানির ছেলের বিয়েতে একা একাই মজা করতে দেখা গিয়েছিল অর্জুনকে। আশেপাশে কোথাও দেখা যায়নি মাল্লাকে। তিনি নাকি দেশেই নেই। স্পেনে ছুটি কাটাচ্ছেন। কিন্তু কার সঙ্গে? এ প্রশ্নই এতদিন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। অবশেষে সবটাই কি অস্ফুটে বলে দিলেন তিনি? আন্দাজ তেমনটাই।

স্পেনের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মালাইকা। খাবারের ছবি, নিজের ছবির মধ্যেই এক ছবিতে চোখ আটকে গিয়ে সকলের। সাদা শার্ট পরা কে ওই পুরুষ? প্রশ্ন তুলেছেন তাঁরা। পুরুষটি মুখ ব্লার অর্থাৎ আবছা। তবে মালাইকার ইনস্টা স্টোরিতে তিনি জায়গা করে নিয়েছেন। পরিচয় বোঝার উপায় নেই। কিন্তু জল্পনা কি আর থেমে থাকে? অনেকেরই অনুমান ওই রহস্যময়ের সঙ্গেই স্পেন উপভোগ করছেন তিনি। যদিও মালাইকা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। অর্জুনের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়েও প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি তাঁকে।

বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন মালাইকা ও অর্জুন। মালাইকার থেকে বয়সে বেশ খানিকটা ছোট অর্জুন, তা নিয়ে অতীতে ট্রোলিং কম হয়নি। তবে সে সবে পাত্তা না দিয়ে ভালই ছিলেন তাঁরা। প্রেম চলছিল দূর্বার গতিতে। মাস কয়েক আগে শোনা যায় ইউটিউবার ও অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অর্জুন। যদিও কুশা একে গুজব বলে উড়িয়ে দেন। এর পর থেকেই বিভিন্ন পার্টিতে একাই দেখা যেত অর্জুনকে। অবশেষে কি মুভঅন করলেন মালাইকাও? বয়স ৫০-ও যে নেহাত সংখ্যামাত্র সেই ইঙ্গিতই কি দিলেন আরও একবার?

Next Article