‘সুপার ডান্স চ্যাপ্টার ফোর’। নতুন নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মঞ্চ। হিন্দি টেলিভিশনের (TV) দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় এই রিয়ালিটি শো। বিচারকের দায়িত্ব সামলাতেন শিল্পা শেট্টি (Shilpa Shetty), গীতা কাপুর প্রমুখ। কিন্তু শোনা যাচ্ছে, বিচারকের আসনে আর দেখা যাবে না শিল্পাকে।
কেন এই শোয়ের বিচারকের দায়িত্ব ছাড়তে চাইছেন শিল্পা? নির্মাতাদের সঙ্গে কোনও সমস্যার কারণে কি এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, শিল্পার জায়গায় বিচারকের আসনে দেখা যেতে পারে মালাইকা আরোরাকে (Malaika Arora)। যদিও এ বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি।
আরও পড়ুন, ইরফানকে কখনও ‘দাউদ’-এর জন্য ভাবিনি: রাম গোপাল ভার্মা
সূত্রের খবর, মুম্বইতে করোনা পরিস্থিতি যেভাবে মারাত্মক আকার ধারণ করেছে, তাতে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। গোটা ইউনিটকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দমন দিউতে। সেখানে গিয়ে বায়ো বাবলে থেকে শিল্পার পক্ষে শুটিং করা সম্ভব নয়। সে কারণেই নাকি এই শো-এ বিচারকের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, দমনে গিয়ে গোটা টিমকে বায়ো বাবলে থেকে শুটিং করতে হবে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিম ‘সুপার ডান্স চ্যাপ্টার ফোর’ শুটিংয়ের অনুমতি পাবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ ফের মুম্বইতে শুটিং শুরু হলে হয়তো পুরনো বিচারক হিসেবে শিল্পা ফিরে আসতে পারেন। যদিও এর কোনও নিশ্চয়তা নেই।