এ বার মালাইকা, কোভিডের টিকা নিয়ে পোস্ট করলেন অভিনেত্রী

Apr 02, 2021 | 2:05 PM

মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে টিকা নেওয়ার ছবি পোস্ট করে মালাইকা লেখেন, "কোভিডের টিকার প্রথম ডোজ নিলাম। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাক। আপনার টিকার ডোজ নিতেও ভুলবেন না।"

এ বার মালাইকা, কোভিডের টিকা নিয়ে পোস্ট করলেন অভিনেত্রী
মালাইকা অরোরা।

Follow Us

বলিউডের প্রবীণদের একটা বড় অংশ ইতিমধ্যেই নিয়ে ফেলেছিলেন কোভিডের টিকা। এ বার পালা মধ্যবয়সীদের। আর সেই লিস্টেই প্রথম দিকে নাম লেখালেন মালাইকা অরোরা। কোভিডের টিকা নিয়ে পোস্ট করলেন ছবিও। টিকা নেওয়ার ক্ষেত্রে তিনি যে ‘এলিজিবল’ সে কথা জানাতেও ভুললেন না তিনি।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে টিকা নেওয়ার ছবি পোস্ট করে মালাইকা লেখেন, “কোভিডের টিকার প্রথম ডোজ নিলাম। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাক। আপনার টিকার ডোজ নিতেও ভুলবেন না।” পাশাপাশি কোভিড যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য ভূয়সী প্রশংসা তাঁর। নিজেদের জীবন বিপন্ন করেও যেভাবে হাসিমুখে তাঁরা কাজ করে চলেছেন তা দেখে আপ্লুত মালাইকা।
গত বছর সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন মালাইকা। বাড়িতেই চিকিৎসা চলেছি তাঁর। ওই একই সময়ে কোভিডে আক্রান্ত হন মালাইকার বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও।

উইকিপিডিয়া বলছে, মালাইকার বয়স ৪৭। অর্থাৎ তিনি ৪৫-এর ঊর্ধ্বে। তাই স্বাস্থ্যমন্ত্রকের নিয়মাবলী অনুযায়ী ভ্যাকসিন নিতে বাধা নেই তাঁর। যদিও অর্জুন কাপুরের বয়স ৩৫ হওয়ায় আমাতত তিনি টিকা নিতে পারবেন না।

বৃহস্পতিবারই করোনার টিকা নেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে টিকাকরণ নিয়ে তিনি লেখেন, “অভিষেক ছাড়া পরিবারের বাকি সবাই টিকা নিয়েছে। শুট থেকে ফিরে ও-ও টিকা নেবে।” পাশাপাশি টিকাকরণ প্রক্রিয়াকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, “পুরো প্রক্রিয়াটার বিবরণ দেওয়ার জন্য আরও একটি এক্সক্লুসিভ ব্লগের প্রয়োজন। আমি লিখব কিছু দিন পর।”
গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ থেকে সেলেব– নিরাপদ নন কেউই। বলিউডের সিনিয়র সিটিজনদের মধ্যে শর্মিলা ঠাকুরসহ ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই করোনার টিকা নিয়ে ফেলেছেন অনেকেই।

Next Article