ঝরনার নিচে নায়কের সঙ্গে বেসামাল মল্লিকা, চুমু খেতে গিয়েই যা ঘটল তা মারাত্মক…

পরিচালকের কথামতো হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন মল্লিকা। ঠোঁটঠাসা চুমু খেতে গিয়েই মহাবিপদ। মল্লিকা এত জোরে হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন যে ঠোঁট গেল কেটে। ব্যথায় চিৎকার করে উঠে ছিলেন হিমাংশু।

|

Jul 14, 2025 | 12:37 PM

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। খোওয়াইশ ছবির একটি গানের দৃশ্য শুট করেছিলেন মল্লিকা। বিপরীতে তাঁর নায়ক সুঠাম চেহারার হিমাংশু মালিক। ঝরনার নিচে স্বল্প পোশাকে মল্লিকা ও হিমাংশু। ভেজা শরীর। ভেজা পোশাক। পরিচালকের কথামতো ঝরনার নিচেই মল্লিকা ও হিমাংশু অন্তরঙ্গ। পরিচালকের কথামতো হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন মল্লিকা। ঠোঁটঠাসা চুমু খেতে গিয়েই মহাবিপদ। মল্লিকা এত জোরে হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন যে ঠোঁট গেল কেটে। ব্যথায় চিৎকার করে উঠে ছিলেন হিমাংশু।

এরপর হিমাংশুর এমন অবস্থা দেখে পরিচালক কাট বলতে বাধ্য হলেন। পরে জানা যায়, মল্লিকা নাকি নার্ভাস হয়ে, হিমাংশুর ঠোঁটে চুমুর বদলে কামড় দিয়েছিলেন! এসব শুনে পরিচালক নাকি দৃশ্যটা অল্প বদলেও ফেলেছিলেন।

খোওয়াইশ ছবিটা বক্স অফিসে ডাহা ফ্লপ হয়। তবে মল্লিকার সাহসী অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপরই ইমরান হাশমির সঙ্গে মার্ডার ছবিতে বোল্ড অভিনয় করে রাতারাতি মল্লিকা হয়ে যান, বলিউডের মধ্যমণি।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। খোওয়াইশ ছবির একটি গানের দৃশ্য শুট করেছিলেন মল্লিকা। বিপরীতে তাঁর নায়ক সুঠাম চেহারার হিমাংশু মালিক। ঝরনার নিচে স্বল্প পোশাকে মল্লিকা ও হিমাংশু। ভেজা শরীর। ভেজা পোশাক। পরিচালকের কথামতো ঝরনার নিচেই মল্লিকা ও হিমাংশু অন্তরঙ্গ। পরিচালকের কথামতো হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন মল্লিকা। ঠোঁটঠাসা চুমু খেতে গিয়েই মহাবিপদ। মল্লিকা এত জোরে হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখলেন যে ঠোঁট গেল কেটে। ব্যথায় চিৎকার করে উঠে ছিলেন হিমাংশু।

এরপর হিমাংশুর এমন অবস্থা দেখে পরিচালক কাট বলতে বাধ্য হলেন। পরে জানা যায়, মল্লিকা নাকি নার্ভাস হয়ে, হিমাংশুর ঠোঁটে চুমুর বদলে কামড় দিয়েছিলেন! এসব শুনে পরিচালক নাকি দৃশ্যটা অল্প বদলেও ফেলেছিলেন।

খোওয়াইশ ছবিটা বক্স অফিসে ডাহা ফ্লপ হয়। তবে মল্লিকার সাহসী অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপরই ইমরান হাশমির সঙ্গে মার্ডার ছবিতে বোল্ড অভিনয় করে রাতারাতি মল্লিকা হয়ে যান, বলিউডের মধ্যমণি।