AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গান স্যালুটে শেষ বিদায়, মনোজ মিত্র প্রয়াণের খবর পেতেই শোকবার্তা মমতার

Mamata On Manoj: ভারতীয় ছবি ও থিয়েটার জগতে এক বড় ক্ষতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে কী নির্দেশ দিলেন ইন্দ্রনীল সেনকে?

গান স্যালুটে শেষ বিদায়, মনোজ মিত্র প্রয়াণের খবর পেতেই শোকবার্তা মমতার
| Updated on: Nov 12, 2024 | 12:38 PM
Share

পুজোর সময় থেকেই শরীর ভাল যাচ্ছিল না কিংবদন্তি অভিনেতা-নাট্যকার মনোজ মিত্রের। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। মঙ্গলবার থামল লড়াই। না ফেরার দেশে মনোজ মিত্র। মঙ্গলবার সকালে দুঃসংবাদ মিলতেই শোকে ভেঙে পড়েছে বাঙালি সমাজ। ভারতীয় ছবি ও থিয়েটার জগতে এক বড় ক্ষতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে কী নির্দেশ দিলেন ইন্দ্রনীল সেনকে?

এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখলেন, ‘প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ মনোজ মিত্র’র প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।’

গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি অভিনেতাকে। সব বিষয়টা যাতে দায়িত্ব নিয়ে সামলে নেন, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না শেষকৃত্যে। সোমবারই পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। দু’দিনের সফর। মঙ্গলবার বেশ কিছু বৈঠক করার কথা। যদিও খবর পেতেই শোকজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি গান স্যালুট দেওয়ার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ রবীন্দ্রসদনে শায়িত থাকবে মনোজ মিত্রের মরদেহ। সেখানেই অনুরাগী থেকে শুরু করে সিনেমা-নাট্যকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন।