টিকা নেওয়ার জন্যই এত তাড়াতাড়ি কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে: মণীশ মালহোত্র

তবে শুধু মণীশই নন, এর আগে মাত্র কয়েক দিনের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল অভিনেতা অর্জুন রামপালের।

টিকা নেওয়ার জন্যই এত তাড়াতাড়ি কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে: মণীশ মালহোত্র
ক্যাটরিনার সঙ্গে মণীশ।
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 10:10 PM

কোভিড রিপোর্ট নেগেটিভ এল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রর। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েই মণীশ লেখেন, এত তাড়াতাড়ি কোভিড রিপোর্ট নেগেটিভ আসার কারণ, তিনি করোনার টিকা নিয়েছিলেন।

এ মাসেরই ১৭ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মণীশ লেখেন, “আমি কোভিড আক্রান্ত। ইতিমধ্যেই নিজেকে আইসোলেশনে রেখেছি। বাড়িতে নিভৃতবাসে রয়েছি। ডাক্তারের নির্দেশ মেনে চলছি।” এর পরেই প্রায় এক সপ্তাহের মধ্যেই মণীশ জানান তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি জানান, নিশ্চিত হতে দু’বার টেস্ট করিয়েছেন তিনি। দু’বারই নেগেটিভ এসেছে ফলাফল।” পাশাপাশি ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছেন ফ্যাশন ডিজাইনার। ভ্যাকসিন নেওয়ার ফলেই এত দ্রুত সুস্থ হয়েছেন তিনি, দাবি তাঁর।

আরও পড়ুন-  সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার অজয়, স্বাধীনতা দিবসে শুরু হবে যুদ্ধ

তবে শুধু মণীশই নন, এর আগে মাত্র কয়েক দিনের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল অভিনেতা অর্জুন রামপালের। অর্জুনও জানিয়েছিলেন টিকা নেওয়ার ফলেই তাঁর ভাইরাল লোড কম ছিল। কোনও রকম উপসর্গও দেখা দেয়নি। যাঁরা করোনার ভ্যাকসিন নিতে সক্ষম, তাঁরা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন, সে বিষয়ে অনুরোধ করেন অর্জুন। ‘মসিহা’ সোনু সুদও করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন কিছু দিন আগে। রিপোর্ট দ্রুত নেগেটিভ এসেছে তাঁরও।

প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব, এ সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসমহল। মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১মে পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।