‘আমার ছবি বিকৃত করা হয়েছে’, উন্মুক্ত ছবি প্রসঙ্গে বিস্ফোরক মনোজ
Manoj Bajpayee: এবার দু'সপ্তাহ পর মুখ খুললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, এই ছবি 'মর্ফ' করা হয়েছে। অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, যে ছবি দেখে জনে জনে এসে প্রশংসা করে গিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবি আদপে আসল নয়। এই ছবি বানানো হয়েছিল, কী কারণে জানেন?
বেশ কিছু দিন ধরে বলিউডের অন্দরমহলে ডিপফেক ছবি প্রসঙ্গে চর্চা তুঙ্গে। ইতিমধ্যে একাধিক অভিনেত্রী এর শিকার হয়েছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে AI নির্মিত এই ছবি। যা নিয়ে একাধিক সেলেবকে মুখ খুলতেও দেখা গিয়েছে। তালিকায় ক্যাটরিনা কইফ থেকে শুরু করে কাজল, নাম রয়েছে অনেকেরই। কিন্তু এবার সেই তালিকায় কি নাম লেখালেন মনোজ বাজপেয়ী। শরীরে পড়েছে তাঁর বয়সের ছাপ। তবে অভিনয় দাপটে ১০০ গোল আজও তিনি দিতে পারেন। তা নিয়ে কোনও দ্বিমত নেই। সেই সেলেবের সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়ে যায়। ৫০ পেরিয়েও এ কী ফিগার? তারও যে প্যাক থাকতে পারে, প্রমাণ করে দিয়েছিলেন রাতারাতি। কেবল শাহরুখ খান কিংবা হৃত্বিক রোশন নয়, তাঁর সেই শার্ট খোলা ছবি দেখে অবাক নেটপাড়া। একাংশ অভিনেতার প্রশংসা করে জানালেন, তাঁদেরও বিশ্বাস ছিল তিনিও পারবেন।
তবে আদপে সেই ছবি আসল নয়। এবার দুসপ্তাহ পর মুখ খুললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, এই ছবি ‘মর্ফ’ করা হয়েছে। অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, যে ছবি দেখে জনে জনে এসে প্রশংসা করে গিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবি আদপে আসল নয়। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর সিরিজ ‘কিলার সুপ’ -এর প্রচারের জন্য এমনটা করা হয়েছিল। অর্থাৎ এই অ্যাবপ্যাক তাঁর ছিলা না।
View this post on Instagram
বর্তমানেও হয়নি। ছবির দর্শক টানার জন্য এই ছবি তৈরি করা হয়েছে। তিনি সিরিজ মুক্তি পাওয়া মাত্রই সত্যি খোলসা করে দিলেন। যদিও সোশ্যাল মিডিয়ায় আজও সেই ছবি বর্তমান। মনোজ বাজপেয়ী এখন বেজায় ব্যস্ততম অভিনেতা। হাতে একের পর এক সিরিজের কাজ। তার মাঝেই খানিকটা সময় নিয়ে মেয়ের সঙ্গে ছুটি কাটিয়ে থাকেন তিনি। বাস্তবে রোগা থাকতেই বেশি পছন্দ করেন মনোজ। রাতের খাওয়া বন্ধ করে দিয়েছেন আজ প্রায় ১৪ বছর।