আগামী ২মে বাঙালির কাছে ‘রে দিবস’, কী চমক থাকছে দর্শকদের জন্য
প্রতি বছরই রে সোসাইটি ও রায় পরিবারের উদ্যোগে ১লা মে নন্দনে সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, সঙ্গে সত্যজিতের ছবির সঙ্গে যুক্ত বিশেষ কাউকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনার ব্যবস্থা করা হয়।

২মে অবশ্যই সিনেপ্রেমী বাঙলির কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। বাঙলির কাছে এই দিনটি ‘রে দিবস’ হিসেবেই পরিচিত। এই দিনটি রায় বাড়ির দরজা সাধারণের জন্য সারাদিন খোলা থাকে। ইচ্ছে হলে, যে কেউ এই দিন রায় বাড়িতে পৌঁছে সত্যজিৎ রায়ের জন্মদিনে সামিল হলে পারেন। আর অতিথিদের আপ্যায়নে থাকেন পরিচালক সন্দীপ রায় ও তাঁর পরিবারের সকলে। প্রতি বছরই রে সোসাইটি ও রায় পরিবারের উদ্যোগে ১লা মে নন্দনে সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, সঙ্গে সত্যজিতের ছবির সঙ্গে যুক্ত বিশেষ কাউকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনার ব্যবস্থা করা হয়।
এই বছর কী পরিকল্পনা করা হচ্ছে, জানার জন্য tv9 বাংলা রায় পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা গেল, এই বছর সত্যজিৎ রায় পরিচালিত ছবি অভিযান দেখানো হবে। সঙ্গে এই ছবির নায়িকা তথা কিংবদন্তী অভিনেত্রী ওয়াহিদা রহমানের সাক্ষাৎকার দেখা যাবে। তাহলে কি কলকাতা আসতে চলেছেন ওয়াহিদা রহমান। সূত্রের মতে শারীরিক সমস্যার কারনে তিনি কলকাতা না আসতে পারলেও তাঁর একটি সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে , যেটি দেখানো হবে।
প্রসঙ্গত, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযান নামক উপন্যাস অবলম্বনে বাংলা সিনেমা তৈরি করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। নাম ‘অভিযান ‘। আগেও পরিচালক সত্যজিৎ রায় তারাশঙ্করের অন্য একটি উপন্যাস থেকে চলচ্চিত্র বানিয়েছিলেন যার নাম ছিল ‘জলসাঘর’। তারাশঙ্করের রচনা থেকে করা এই দুটি চলচ্চিত্রতেই বাংলা তথা বিশ্ব চলচিত্রর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
