
বলিউডের যদি বিতর্কিত নায়ক কেউ হয়ে থাকেন, তাহলে তিনি হলেন সলমন খান। পর্দায় তিনি যেমন দাবাং, বাস্তব জীবনেও তাঁর দাবাংগিরি কম নয়। মাথার উপর প্রাণনাশের হুমকি খাঁড়ার মতো ঝুললেও, সলমন কিন্তু কখনও সুলতান, কখনও মারকুটে সিকন্দর। বলিউড ভাইজানের সেই বিন্দাস অবতারের আরেক দিকের গল্পই এবার ফাঁস করলেন সলমনের কাছের মানুষ গায়ক মিকা সিং। যে মিকা সুযোগ পেলেই চলে যান সলমনের পানভেলের ফার্ম হাউজে, সেই মিকাই এবার ফাঁস করলেন সলমনের গোপন কথা।
সম্প্রতি মিকা সিং একটা টক শোয়ে হাজির হয়েছিলেন। যেখানে কথায় কথায় সলমনের প্রসঙ্গ উঠতেই মিকা স্পষ্ট বলেন, সলমন দিনে একরকম, রাতে একরকম। সলমনের মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভাল থাকে, তাহলে সলমন রাজা। আর মুড খারাপ থাকলে, সলমনের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই।
এরপরই মিকা সলমন প্রসঙ্গে যা বললেন, তা মারাত্মক। মিকার কথায়, সলমন যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে সলমন আর নিজের মধ্যে থাকে না। সলমনের কাছে তখন সবাই তাঁর প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান সলমন। জোরে জোরে হাসেন। খুব মজা করেন। একবার তো সলমন দু পেগ ড্রিঙ্ক করে নিজের ভাইদেরই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সলমন কখনও বেহুঁশ হন না। তিনি একেবারেই ভোলেন না তিনি একজন অভিনেতা, দেশের নামকরা একজন মানুষ। তাই তাঁর ব্যবহার খুবই মাপা থাকে।