লাইমলাইটে থাকার জন্য কঙ্গনাকে টুইটার বাণে বিদ্ধ করলেন মিকা সিং

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 04, 2020 | 9:51 PM

বম্বে হাই কোর্টে কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়ার আবেদনও জানানো হয়েছে। অভিযোগ, ট্যুইট করে তিনি দেশে ঘৃণা ও বৈষম্য ছড়াচ্ছেন। সম্প্রতি কঙ্গনাকে টুইটারে এক হাত নিলেন গায়ক মিকা সিং।

লাইমলাইটে থাকার জন্য কঙ্গনাকে টুইটার বাণে বিদ্ধ করলেন মিকা সিং
মিকা-কঙ্গনা ও টুইট

Follow Us

কঙ্গনা রানাওয়াত এখম শিরোনামে। একের পর এক মন্তব্যে তিনি নেটিজেনের বাণে বিদ্ধ। কখনও কৃষি বিল নিয়ে চলতে থাকা প্রতিবাদকে বিদ্রূপ করে বিরাশি বছর বয়সী এক বৃদ্ধার ভুঁয়ো ছবি শেয়ার করেছেন টুইটারে। কখনও পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসঞ্জকে বলেছেন তিনি করণ জোহরের ‘পোষ্য’!

বম্বে হাই কোর্টে কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়ার আবেদনও জানানো হয়েছে। অভিযোগ, ট্যুইট করে তিনি দেশে ঘৃণা ও বৈষম্য ছড়াচ্ছেন। সম্প্রতি কঙ্গনাকে টুইটারে এক হাত নিলেন গায়ক মিকা সিং।

কঙ্গনা টুইট করে লেখেন, “ফিল্ম মাফিয়া আমরা বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করছেন। গতকাল রাতে জাভেদ আখতার করেছেন। মহারাষ্ট্র সরকার প্রত্যেক ঘন্টায় একটি করে অভিযোগ জানাচ্ছে, এবং এখন পাঞ্জাবের এক কংগ্রেস কর্মী তাঁদের দলে যোগ দিয়েছেন। মনে হচ্ছে আমাকে মহান বানিয়ে তারপর ক্ষান্ত হবেন।”

কঙ্গনা রানাওতের এই টুইটকে রিটুইট করেন মিকা সিং। লেখেন, “কিন্তু  আপনার টার্গেট যে আসলে কী, বুঝতেই পারছি না। আপনি প্রতিভাবান, মিষ্টি মেয়ে। আপনি অভিনয়টাই করুন না। হঠাৎ এত দেশভক্তি টুইটারে আর খবরে! ”

পরের আরেক টুইটে মিকা লেখেন, “আপনি আমাদের দলে যোগ দিতে পারেন, আমরা প্রত্যেক দিন পাঁচ লক্ষ অভাবী মানুষকে খাবার খাওয়াচ্ছি, আপনি অন্তত কুড়িজনের এটা অন্তত করুন। খবরে  আর টুইটারে বাঘিনী হওয়া তো বিশাল বড় কিছু নয়। তবে যাই হোক আমি আপনার বড় ফ্যান।”

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর,  প্রবীণ গীতিকার জাভেদ আখতার ভারতী ও আন্তর্জাতিক টেলিভিশনে মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন। কঙ্গনা এই সম্পর্কে বলেছিলেন,  “এক যে ছিল বাঘিনী… আর এক ছিল নেকড়ের পাল।”

Next Article