ফিট থেকেও কীভাবে করোনা আক্রান্ত হলেন? জবাবে মিলিন্দ বললেন….

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 24, 2021 | 6:26 PM

মিলিন্দ এও জানিয়েছেন, দেশে বহু মানুষ যেখানে খেতে পান না, সেখানে সুস্বাস্থ্যের প্রচার তিনি কীভাবে করেন, এ প্রশ্নও তাঁকে করা হয়েছে।

ফিট থেকেও কীভাবে করোনা আক্রান্ত হলেন? জবাবে মিলিন্দ বললেন....
মিলিন্দ সোমন।

Follow Us

গত মার্চে করোনা (covid 19) আক্রান্ত হয়েছিলেন মডেল তথা অভিনেতা (Actor) মিলিন্দ সোমন (Milind Soman)। মিলিন্দ শারীরিক ভাবে অত্যন্ত ফিট। তিনি নিজে ফিট থাকতে পছন্দ করেন। পাশাপাশি ক্রমাগত ফিটনেস সংক্রান্ত বার্তা দিতে থাকেন। করোনা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন, ইমিউনিটি থাকলে করোনা আক্রান্ত হবেন না। মিলিন্দ যখন এত ফিট, তখন কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন? অভিনেতাকে এই প্রশ্ন করেছেন জনৈক ওয়েব দর্শক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মিলিন্দ।

৫৫ বছর বয়সী মিলিন্দ লিখেছেন, ‘অনেকেই আমার কাছে জানতে চাইছেন, আমি এত ফিট হওয়া সত্ত্বেও কীভাবে করোনা আক্রান্ত হলাম? আমি বলতে চাই, ফিট হলে বেশি অসুস্থ না হয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করা যায়। কিন্তু ফিট মানেই করোনা আক্রান্ত হবেন না, এমন ধারণা ঠিক নয়। যাঁরা আক্রান্ত হচ্ছেন, প্রত্যেকেই কিন্তু মারাত্মক অসুস্থ হচ্ছেন না।’

মিলিন্দ এও জানিয়েছেন, দেশে বহু মানুষ যেখানে খেতে পান না, সেখানে সুস্বাস্থ্যের প্রচার তিনি কীভাবে করেন, এ প্রশ্নও তাঁকে করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি মনে করেন সুস্বাস্থ্য না থাকলে আর কোনও বিষয়েই কিছু যায় আসে না। তাঁর যুক্তি, করোনা সংক্রমণে বেশিরভাগ হাইরাইজের মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, বস্তি এলাকার মানুষকে তুলনায় কম হাসপাতালে যেতে হচ্ছে। ফলে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে সচেতন থাকাটা জরুরি।

করোনা আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে মিলিন্দের এক বন্ধু প্রয়াত হয়েছেন। সেই বন্ধুর মৃত্যু মিলিন্দের কাছে আকস্মিক। প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করোনার দ্বিতীয় ওয়েভের মুখে দাঁড়িয়ে বিশ্ব, এ বিষয়ে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহলের বড় অংশ। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করার মতো করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি সর্বস্তরে মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে মিলিন্দের বার্তা, সুস্থ থাকলেও ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারেন। কিন্তু ফিটনেস দিয়ে ভাইরাসের সঙ্গে দ্রুত লড়াই করা সম্ভব হবে। তাই যে কোনও মূল্যে ফিট থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন, ওটিটিতে কাজ করলে কি বেশি সুবিধা পান? উত্তরে রাধিকা বললেন…