৩৫-এ মিমি, মধ্যরাতে হাজির অনিন্দ্যরা, ওদিকে চুপ নেই শুভশ্রীও!

Mimi Chakraborty: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জুন মালিয়া, শিবপ্রসাদ মুখোপাধ্যায়... বিশেষ দিনে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে। এমনকি মিমিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।

৩৫-এ মিমি, মধ্যরাতে হাজির অনিন্দ্যরা, ওদিকে চুপ নেই শুভশ্রীও!
মিমি-শুভশ্রী।
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 6:28 PM

উইকিপিডিয়া বলছে, আজ অর্থাৎ রবিবার জীবনের ৩৫টা বসন্ত কাটিয়ে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে এখন তিনি সিঙ্গল হলেও তিনি একা, তা ভাবার কোনও কারণ নেই। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই মিমির জন্য কেক আর একগুচ্ছ উপহার নিয়ে হাজির হলেন তাঁর কাছের মানুষ, তাঁর বন্ধুরা। মিমি তখন ছিলেন রাতপোশাকে। ছবি তোলার জন্য তৈরি হওয়ার সময়টুকুও তাঁকে দেননি ওঁরা। সব দেখে মিমি তো ‘থ’। তাঁকে বলতে শোনা গেল, “তোমরা সবাই এখানে। আমাকে একটু প্রস্তুত হতে সময় দাও।’’

কিন্তু বন্ধুরা কি আর সেই কথা শোনে? অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় মিমির দীর্ঘ দিনের বন্ধু। তাঁর জন্মদিনে হাজির ছিলেন তিনিও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জুন মালিয়া, শিবপ্রসাদ মুখোপাধ্যায়… বিশেষ দিনে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে। এমনকি মিমিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। তাঁদের অতীতের কিসসা কম-বেশি সকলেরই জানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ঝামেলা যে আজ ফিকে এই শুভেচ্ছা বার্তা যেন সে ইঙ্গিতই দিচ্ছে।

গত বছরটা বেশ ভালই কেটেছে মিমি চক্রবর্তী। বহু দিন পর সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। শিবপ্রসাদ-নন্দিতা জুটির পরিচালনায় ‘রক্তবীজ’ -এ অভিনয় করতে দেখা যায় মিমিকে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। পুজোর সময় মুক্তি পেয়েছিল ওই ছবি। ওই একই সময়ে মুক্তি পেয়েছিল আরও তিনটি বাংলা ছবিও। তবে সেই সব ছবিকে যোগ্য টেক্কা দিয়ে, কিছু ছবিকে পিছনে ফেলে বক্সঅফসিএ দারুণ ব্যবসা করেছেন রক্তবীজ। মিমির অভিনয়ও সকলেই বেশ প্রশংসা করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির প্রথম ওয়েব সিরিজ় ‘যাহা বলিব সত্য বলিব’। এই ছবিতে মিমিকে দেখা গিয়েছে এক আইনজীবীর চরিত্রে। সেই ছবিও বেশ ভাল লেগেছে দর্শকদের। সব মিলিয়ে তাঁর এই নতুন ভাবে ফিরে আসা দর্শকের যে পছন্দ হয়েছে, বক্স অফিস সাফল্য সেই ইঙ্গিতই দিচ্ছে এবার।