মিমি-শুভশ্রী কাছাকাছি, তাঁদের মাঝে কে?

Tollywood: পার্টিতেই দুই সুন্দরীকে একসঙ্গে দেখা গিয়েছিল একসঙ্গে, পোজ দিয়ে ছবি তুলেছিলেন পাশাপাশি দাঁড়িয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় নজর রাখতেই চোখে পড়ল সেই মিষ্টি সম্পর্কের ছবি। 

মিমি-শুভশ্রী কাছাকাছি, তাঁদের মাঝে কে?

Mar 10, 2025 | 4:31 PM

তাঁদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নায়িকার ছেলে-মেয়ের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ব্যক্তিগত কোনও সমীকরণের জন্যই নাকি দুই নায়িকার সম্পর্ক ঠিক নেই। তবে সে সবই যে অতীত ২০২৪-এর শেষ পর্বে এসে তা বুঝিয়ে দিয়েছিলেন টলিপাড়ার দুই সুন্দরী। কথা হচ্ছে মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। বাংলা বানিজ্যিক ছবির অন্যতম দুই গুরুত্বপূর্ণ মুখ।

তাঁদের ঝুলিতেও রয়েছে একগুচ্ছ হিট ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিকে কেন্দ্র করেই আবারও একসঙ্গে হয়েছিলেন তাঁরা। শোরগোল পড়ে গিয়েছিল সিনেপাড়ায়। সন্তান ছবির প্রযোজক মহেন্দ্র সোনি বড় একটা পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতেই দুই সুন্দরীকে একসঙ্গে দেখা গিয়েছিল একসঙ্গে, পোজ দিয়ে ছবি তুলেছিলেন পাশাপাশি দাঁড়িয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় নজর রাখতেই চোখে পড়ল সেই মিষ্টি সম্পর্কের ছবি।

সদ্য শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স। আর সেখানেই বিচারকের ভূমিকায় রয়েছেন অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। আর সেই সেট থেকেই একটা নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অঙ্কুশ। যেখানে দেখা গেল তাঁকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলতে। আর সেই ছবি চোখে পড়লেই লাভ রিয়্যাক্ট দিলেন মিমি চক্রবর্তী। বিষয়টা নজর এড়ালো না নেটপাড়ার।

শোনা যায়, পরিচালক রাজ চক্রবর্তীর কারণেই নাকি এক কালে দুই অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়েছিল। তবে এ প্রসঙ্গে প্রকাশ্যে তাঁরা কেউই কখনও কথা বলেননি। তবে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের জন্মের পর বিশেষ উপহার পাঠিয়েছিলেন মিমি। তখন অনেকেই বলেছিলেন তবে কি ইউভানই ফের কাছাকাছি আনল তাঁদেরকে? যদিও সেই উত্তর পাওয়া কঠিন। তবে বর্তমান পরিস্থিতি বলছে দুই নায়িকার সম্পর্ক বেশ সহজ।আগামী দিনে কি বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিমি এবং শুভশ্রীকে? তার উত্তর সময়ই দেবে।