মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) আট বছরের পোষ্য কুকুর চিকু ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগেই এই খবর শেয়ার করেছিলেন মিমি। পোষ্যের চিকিৎসার কারণে চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ। কলকাতায় ফিরেই ফের রাজনৈতিক দায়িত্ব পালনে তাঁকে শিলিগুড়ি যেতে হয়েছিল। এই সপ্তাহেই শুরু হবে চিকুর চিকিৎসা। সোশ্যাল পোস্টে এই খবর জানিয়েছেন মিমি স্বয়ং।
চিকুর সঙ্গে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে যেন চিকুর বয়ানে লিখেছেন, ‘আমি বাড়িতে মায়ের কাছে ফিরেছি। এই সপ্তাহেই আমার চিকিৎসা শুরু হবে।’
মিমি চক্রবর্তীকে যাঁরা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন, মা–বাবা বাদে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর দুই ছেলে। দুই পোষ্য চিকু এবং ম্যাক্স। চিকু আট বছরের ল্যাব্রাডর আর ম্যাক্স চার বছরের সাইবেরিয়ান হাস্কি। চিকুর ক্যানসার ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, “আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তেই হবে।”
চিকুর আরোগ্য কামনায় টলিউডে মিমির বহু সতীর্থ সোশ্যাল পোস্টে কমেন্ট করেন। পোষ্য প্রেমী বহু তারকা মিমির সঙ্গে ব্যক্তিগত স্তরেও যোগাযোগ করেছিলেন। আপাতত চিকুর সুস্থ হওয়ার অপেক্ষা।
বিধানসভা নির্বাচন আসন্ন। রবিবারই শিলিগুড়িতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মহিলা মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আগাগোড়া হাজির ছিলেন মিমি। তিনি উত্তরবঙ্গের মেয়ে। ফলে এই মিছিলে তাঁর থাকাটা দলের তরফে আবশ্যিক ছিল। নির্বাচন যত এগিয়ে আসবে, আরও দায়িত্ব বাড়বে। তার মধ্যেই চিকুকে নিয়ে চিন্তায় অভিনেত্রী।
আরও পড়ুন, আমার প্রচুর গার্লফ্রেন্ড রয়েছে, তারা আমার রিয়েল লাইফ বেগম: প্লবিতা বড়ঠাকুর