‘আদিবাসী ফুটবল ট্রেনিং স্কুল’ উদ্বোধনে উপস্থিত সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী
ফুটবলে কিক করে উদ্বোধন করলেন অ্যাকাডেমি।
মুখে মাস্ক পরে, কোমরে হাত দিয়ে আর ডান পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে সাংসাদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তাঁকে ঘিরে দাঁড়িয়ে কচিকাচাদের দল। না নতুন কোনও ছবির শুটিং না। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারুইপুর পুলিশ পরিচালিত “আদিবাসী ফুটবল ট্রেনিং স্কুল” উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।
এলাকার পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের ফুটবল প্রতিভা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। আর এই স্কুল উদ্বোধনে এসে একদম অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা। ফুটবলে কিক করে উদ্বোধন করলেন অ্যাকাডেমি।
যে কোন নতুন কাজে সবসময় এগিয়ে এসেছেন অভিনেত্রী। এক্ষেত্রেও তার অন্যথা হল না। মিমি বলেন ”এখানে অনেক ছোট ছোট মেয়েদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ আছে কিন্তু শুধুমাত্র সুযোগের অভাবে খেলা শেখা হয়ে ওঠে না।তাই এই উদ্যোগ। আশা করা যায় এই অ্যাকাডেমির অনেক মেয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতা করবে ভবিষ্যতে”।
আরও পড়ুন- তিন পেরিয়ে আর এক নতুন তিনের অপেক্ষায় বিরুষ্কা