
মিমি চক্রবর্তী, বর্তমানে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়িয়ে অভিনয়ে ফোকাস করেছেন তিনি। একের পর এক ভাল প্রজেক্ট এখন তাঁর হাতে। আর সেই ব্যস্ততার মাঝেই কিছু সময় যখন পান, কার কাছে তাঁর ফিরে-ফিরে যেতে ইচ্ছে করে? কে না থাকলে তাঁর পরিবার অসম্পূর্ণ, কাকে ছাড়া রাতে ঘুম আসে না মিমির? এবার মনের একগুচ্ছ আবেগ দর্শক দরবারে উজার করে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মিমি চক্রবর্তী। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন মিমি চক্রবর্তী। এবার এক অন্যস্বাদের পোস্ট করে সকলের নজর কাড়লেন তিনি। সাধারণত ব্যক্তি জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। প্রেম কিংবা বিয়ে, এই প্রসঙ্গে প্রশ্ন করলেই তিনি মূল এড়িয়েই যান।
তবে একটা বিষয় তিনি ভীষণ বরাবরই খোলা মনে পোস্ট করে থাকেন, কথাও বলে থাকেন। আর তা হল তাঁর পোষ্য। পোষ্যদের নিয়েই সংসার মিমির। তারা মিমির সন্তানই। এবার সেই পোষ্যের সঙ্গে এক মিষ্টি পোস্ট শেয়ার করে সকলের নজর কাড়লেন তিনি। এক হিন্দির গানের সঙ্গে শেয়ার করলেন মিষ্টি মুহূর্ত। যে গানের প্রতিটা কথাই তাঁর ক্ষেত্রে সত্যি বলে দাবিও করলেন তিনি।
ক্যাপশনে লিখলেন, ‘এই গানের কথা গুলো আমার মনে বিঁধে রয়েছে। এটা অনুভবই করা যাবে না যদি না কারও হৃদয় ওদের জন্য স্পন্দিত হয়। আর আমি সারমেয়র মা, মালিক নই। এখান থেকেই শুরু হোক। ওরা অমূল্য।’ এই প্রথম নয়, অতীতেও বহুবার পোষ্যদের নিয়ে এভাবেই সরব হতে দেখা গিয়েছে মিমিকে। ওরাই মিমির জীবন, পরিবার, সন্তান।