অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কাছে তাঁর পোষ্য আট বছরের ল্যাব্রাডর চিকু সন্তানসম। চিকুর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মিমি। তার চিকিৎসার খবরও শেয়ার করেছিলেন। চিকুর আরোগ্য কামনা করে কমেন্ট করেছিলেন টলিউডের বহু তারকা। সেই চিকু এখন কেমন আছে, তা শেয়ার করলেন মিমি নিজেই।
চিকুর সঙ্গে নিজের একটি ভিডিয়ো শেয়ার করে চিকুর বয়ানে মিমি লিখেছেন, ‘চিকু বলছে, আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাব।’
মিমি চক্রবর্তীকে যাঁরা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন, মা–বাবার পরে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর দুই ছেলে। দুই পোষ্য চিকু এবং ম্যাক্স। চিকু আট বছরের ল্যাব্রাডর আর ম্যাক্স চার বছরের সাইবেরিয়ান হাস্কি। চিকুর ক্যানসার ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, “আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তেই হবে।”
বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন মিমি। নির্বাচন যত এগিয়ে আসবে, আরও দায়িত্ব বাড়বে। তার মধ্যেই চিকুকে নিয়ে চিন্তায় অভিনেত্রী। আপাতত পোষ্য ভাল আছে, তা মিমির স্বস্তির কারণ।
আরও পড়ুন, টেলিভিশনে দেব-রুক্মিণীর পারফরম্যান্স, কিন্তু কোন অনুষ্ঠানে?