AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিমির দুয়ারে গ্যাসের কড়া নাড়া, দরজা খুলে অভিনেত্রী গাইলেন ‘ক্যয়া হুয়া তেরা ওয়াদা’

সেই ‘অতিথি’ কোনও মানুষ নয়, সে জড়। কিন্তু মাসখানেক ধরে তাকে নিয়ে উত্তাল রাজনৈতিক মহল থেকে পাড়ার চায়ের দোকানের সান্ধ্য আড্ডা।

মিমির দুয়ারে গ্যাসের কড়া নাড়া, দরজা খুলে অভিনেত্রী গাইলেন ‘ক্যয়া হুয়া তেরা ওয়াদা’
মিমি চক্রবর্তী।
| Updated on: Mar 02, 2021 | 5:56 PM
Share

‘রাতের কড়া নাড়া’ নয়, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর ‘দুয়ারে’ সাত সকালে হাজির ‘অতিথি’। ‘অতিথি’কে দেখে খুশি হওয়া তো দূর, রীতিমতো ‘আঁতকে’ উঠলেন মিমি। ছুড়ে দিলেন প্রশ্নও। গেয়ে উঠলেন, ‘ক্যয়া হুয়া তেরা ওয়াদা’?

সেই ‘অতিথি’ কোনও মানুষ নয়, সে জড় পদার্থ। কিন্তু মাসখানেক ধরে তাকে নিয়েই উত্তাল রাজনৈতিক মহল থেকে পাড়ার চায়ের দোকানের সান্ধ্য আড্ডা। তার উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। হচ্ছে প্রতিবাদ-প্রতিরোধও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার দাম বেড়ে যাওয়ায় নির্বাচনের আগে প্রতিটি জনসভায় মন্তব্য রাখছেন। কেন্দ্রকে দায়ী করে উগরে দিচ্ছেন ক্ষোভও। কিছু দিন আগে সেই ‘অতিথি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক বাইকে চেপে গলায় প্রতিবাদী ব্যানার চাপিয়ে অভিনব কায়দায় প্রতিবাদও জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। এ বার সেই অতিথিই কি না মিমির দরজায়! কে সেই অতিথি?

সে রান্নার এলপিজি গ্যাস-সিলিন্ডার। মঙ্গলবার মিমির বাড়িতে ‘গ্যাসের লোক’ গ্যাস পৌঁছে দেওয়ার পর ক্ষুব্ধ মিমি টুইটারে লেখেন, “আজ সকালে এলপিজি এসেছিল বাড়ির দরজায়। আর এর পরেই আমি ‘কোলাপসড’ হয়ে গিয়েছি।” এর পরেই ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত মহম্মদ রফি-আর ডি বর্মণ জুটির সুপারহিট গানের লাইন ধার করে মিমির প্রশ্ন, “ক্যয়া হুয়া তেরা ওয়াদা’?

 

প্রশ্ন উঠতেই পারে কার উদ্দেশে মিমির এই গান? তিনি নাম নেননি কারও। তবে আকারইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁর এই ‘গান-বাণ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। মিমি আরও লেখেন, “এভাবে নিজের রক্ত বিক্রি করে কি আত্মনির্ভর হবে ভারত?” প্রসঙ্গত, ‘আত্মনির্ভর ভারত’ কয়নেজের অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উইকিপিডিয়া ঘাঁটলেও দেখা যাচ্ছে, একই তথ্য। মিটিং-মিছিল থেকে শুরু করে, জনসভা-বক্তৃতা, এই কয়নেজ বারেবারে শোনা গিয়েছে তাঁর মুখে। তা নিয়ে প্যাকেজও ঘোষণা করা হয়েছে নানাবিধ। যার উদ্দেশ্য বিশ্বের অর্থনীতিতে ভারতকে তুলে ধরা।

প্রসঙ্গত গত চার দিনে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম বেড়েছে ৫০টাকা। আর চার দফায় ২২৫টাকা বেড়ে বর্তমানে রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৪৫টাকা। তাই-ই ‘আত্মনির্ভর ভারত’-এর কার্যকারিতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে যাদবপুরের সাংসদ-অভিনেত্রীর গান, ‘ক্যয়া হুয়া তেরা ওয়াদা’?