নিজের প্রিয় জিনিস ফেরাতে ঘুষ দিলেন মিমি, ভাইরাল ভিডিয়ো

Mar 23, 2024 | 1:17 PM

Viral Video: মিমি কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে সম্পর্কে, শরীর কীভাবে ধরে রাখছেন, এমন নানা প্রশ্ন বর্তমান ভক্তদের মনে। যদিও সব প্রশ্নের উত্তর না মিললেও সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে কম বেশি ভক্তরা মিমি চক্রবর্তী সম্পর্কে নানা আপডেট পেয়ে থাকেন।

নিজের প্রিয় জিনিস ফেরাতে ঘুষ দিলেন মিমি, ভাইরাল ভিডিয়ো
মিমি চক্রবর্তী।
Image Credit source: Facebook

Follow Us

মিমি চক্রবর্তী, বরাবরই সোশ্যাল মিডিয়ায়  চর্চিত নাম। যাঁকে কেন্দ্র করে নানা জনের নানা মত, পর্দায় দাপটের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী প্রথম থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। নিত্য নানা পোস্টের মাধ্যমে সকলের নজর কেড়ে থাকেন। ভক্তদের সঙ্গে তাঁর নিত্য যোগাযোগ। মিমি কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে সম্পর্কে, শরীর কীভাবে ধরে রাখছেন, এমন নানা প্রশ্ন বর্তমান ভক্তদের মনে। যদিও সব প্রশ্নের উত্তর না মিললেও সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে কম বেশি ভক্তরা মিমি চক্রবর্তী সম্পর্কে নানা আপডেট পেয়ে থাকেন। এবার মহা বিপত্তিতে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক ভিডিয়ো, যা দেখে বেশ মনটা ভাল হয়ে যায়। মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন মিমি। সেখানেই বাঁদরের কবলে তাঁরা। মায়ের পছন্দের সানগ্লাসটা ছিনিয়ে নিয়ে উধাও বাঁদর।

তা সামাল দিতে গিয়ে গেল মিমির সানগ্লাস। পুরোটাই ভিডিয়ো করলেন তিনি। বারবার অনুরোধ করতে লাগলেন, কিন্তু কে কার কথা শোনে, সেই সানগ্লাস চোখে পরে বসে বাঁদর, মিমির নাগালের বাইরে। শেষে তা ফেরত পেতে হাত বাড়ালেন তিনি। কিন্তু তাতেও লাভ হল না। শেষে কাজে এল ঘুষ। একটি ফ্রুটি হাতে নিয়ে তিনি বাঁদরটিকে ডাকতে শুরু করলে, অবশেষে তিনি ফেরত পেলেন নিজের সানগ্লাস। মুখে ফুঁটল হাসি। স্বস্তিতে তিনি।

সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেই ভিডিয়ো ভাগ করে নিলেন তিনি। বর্তমানে টলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কখনও ছবি কখনও আবার ওটিটি সিরিজ নিয়ে বারবার চর্চিত হয়েছেন তিনি। বর্তমানে মিমি চক্রবর্তী রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন শুধুই তাঁর অভিনয় ও গানেই ফোকাস করতে চান তিনি।

Next Article