এক বুক আশা নিয়ে সাতসকালে কালীঘাটে মিমি, অন্দরে ঘটল অনেক কিছুই

Mimi Chkaraborty: সে যাই হোক, তুফান ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা বিশ্বে এই ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশে এই ছবির ফল মোটামুটি ভাল হলেও বিশ্ববাজারে খুব একটা ছাপ ফেলতে পারেনি। যদিও বাংলায় এই ছবি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।

এক বুক আশা নিয়ে সাতসকালে কালীঘাটে মিমি, অন্দরে ঘটল অনেক কিছুই
মিমি চক্রবর্তী।

Jul 06, 2024 | 6:10 PM

গতকাল অর্থাৎ শুক্রবারই জানা গিয়েছিল আজ অর্থাৎ শনিবার কালীঘাটে যাবেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সেই মতোই শনিবার সাতসকালেই সেখানে হাজির হলেন তিনি। পরেছিলেন সালোয়ার কামিজ। শনিবার, আর পাঁচটা দিনের থেকে কালীঘাটে যে এ দিন ভিড় বেশিই হবে তা সকলেরই জানা। তবে মিমির আশার খবরে আগে থেকেই নেওয়া হয়েছিল ব্যবস্থা। কড়া নিরাপত্তায় সেখানে হাজির হন তিনি। এর পরেই চলে যান মূল মন্দিরের একেবারে ভিতরে। মিমির কালীঘাট দর্শনের নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। একবুক আশা নিয়েই হাজির হয়েছিলেন তিনি।

শহরে বৃষ্টি নেমেছে আগেই, দিন দুয়েক আগে এসেছে ‘তুফান’ও। তবে সেই তুফান যাতে স্বল্পস্থায়ী না হয় মায়ের কাছে সেই আর্জি জানাতেই গিয়েছিলেন অভিনেত্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন বাংলাদেশে ও ভারতের যৌথ প্রযোজিত ছবি তুফান যাতে বাংলাদেশের মতো এ দেশেও ভাল ফল করতে পারে সেই কারণেই পুজো দিয়েছিলেন তিনি। অন্দরে ঘটল অনেক কিছুই। সামনে এসেছে সেই ভিডিয়ো। পুরোহিতের হাত থেকে প্রদীপ নিয়ে নিজের হাতেই মা’কে আরতি করতে দেখা যায় তাঁকে। মিমি এসেছেন, আর তাঁকে দেখতে ভিড় হবে না তা কী করে হয়? তাই উত্তেজিত জনতাও মাঝেমধ্যেই দিচ্ছিলেন ‘হানা’। তবে কোনও কিছুই হাতের নাগালে চলে যায়নি, এটাই রক্ষে।

সে যাই হোক, তুফান ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা বিশ্বে এই ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশে এই ছবির ফল মোটামুটি ভাল হলেও বিশ্ববাজারে খুব একটা ছাপ ফেলতে পারেনি। যদিও বাংলায় এই ছবি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।