বিয়ের আগে মিমির নাচ, আশীর্বাদ নিতে ব্যস্ত ওম
‘আলোর বাসা’ ধারাবাহিকে অনস্ক্রিন স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এবার অফস্ক্রিনেও সেই সম্পর্কের শুরু।
রাত পোহালেই বাজবে বিয়ের সানাই। সামাজিক মতে বিয়ে করতে চলেছেন অভিনেতা জুটি ওম সাহানি (Om Sahani) এবং মিমি দত্ত (Mimi Dutta)। তার আগে জোরকদমে প্রস্তুতি চলছে দুই পরিবারে। কখনও প্রিয় বন্ধু অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরীর সঙ্গে নাচের অনুশীলনে ব্যস্ত মিমি। কখনও বা আশীর্বাদ নিতে ব্যস্ত ওম।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে বিয়ের আগের যাবতীয় অনুষ্ঠানের টুকরো মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ওম-মিমি। পাত্র-পাত্রীকে একসঙ্গে আশীর্বাদ করেছেন পরিবারের বয়স্করা। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে নাচে মেতেছিলেন হবু দম্পতি। সাবেকী সাজেই আশীর্বাদে হাজির ছিলেন তাঁরা। তার আগে আইবুড়োভাতে ভুরিভোজের আয়োজন করেছিলেন আত্মীয়রা।
১০ বছরের আলাপ ওম-মিমির। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। গত বছর রেজিস্ট্রি করে কাগুজে বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। তবে নতুন বছরের প্রথম দিন বিয়ের খবর প্রকাশ করেন। করোনা পরিস্থিতির মধ্যে সব নিয়ম মেনেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে বলে খবর।
‘আলোর বাসা’ ধারাবাহিকে অনস্ক্রিন স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এবার অফস্ক্রিনেও সেই সম্পর্কের শুরু।