
শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহুল চর্চিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। তবে বাংলায় এই ছবি মুক্তি পাবে কি, পাবে না, তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন পরিচালক বিবেক। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় শান্তিপূর্ণ ছবি মুক্তির অনুরোধও করেছেন তিনি। তবে এবার বিবেক নয়, বরং এই ছবি নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। এই ছবির প্রচারে এক সাক্ষাৎকারে মিঠুন বললেন, সত্যি কথা বলা মানেই, প্রোপাগান্ডা নয়। দ্য বেঙ্গল ফাইলস ছবি একেবারেই প্রোপাগান্ডা ছবি নয়।
দ্য তসকন্দ ফাইলস, দ্য় কাশ্মীর ফাইলস আর এবার দ্য বেঙ্গল ফাইলস। প্রথম থেকেই বিবেক অগ্নিহোত্রীর ছবিতে মিঠুন অভিনয় করেন। বিবেকের কাছে মিঠুন ছাড়া নাকি ছবির গল্প এগোতেই চায় না। ‘দ্য বেঙ্গল ফাইলসে’র ক্ষেত্রেও এমনটিই বলেছিলেন বিবেক। তবে জানেন কি প্রথমে এই ছবি করতেই চাননি মিঠুন চক্রবর্তী! হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মহাগুরু।
মিঠুন জানান, প্রথম যখন বিবেক আমাকে ছবিটির গল্প শুনিয়ে ছিল, তখন আমি ওকে বলেছিলাম। এই চরিত্রটা মারাত্মক কঠিন এবং চ্যালেঞ্জিং। এটা আমি করতে পাব না। এমনকী, বিবেককে ভয়ের কথাও বলেছিলাম। বিবেককে জানিয়ে ছিলাম, তুমি যেমন চাইছো, সেরকম যদি করতে না পারি! তাহলে?
মিঠুনের কথায়, বিবেক আমাকে বলেছেন, এই চরিত্রটা নাকি আমাকে মাথায় রেখেই লেখা হয়েছে। এরপর আর না করিনি। এটা বলতে পারি, এই ছবিটা কোনও ভাবেই প্রোপাগান্ডা ছবি নয়। তবে হ্যাঁ, মানুষের মগজে আঘাত দেওয়ার মতো ছবি।
‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে মিঠুনকে দেখা যাবে মূক ব্যক্তির চরিত্রে। যার জিভ আগুনে পুড়ে গিয়েছে। মিঠুন এই ছবির একটি চরিত্রের সঙ্গে সঙ্গে সূত্রধরও বটে।