গলায় গেরুয়া উত্তরীয়। মাথায় ফেট্টি। মুখের মাস্ক কখনও মুখে আর মাইক হাতে ভাষণ দেওয়ার সময় তা কখনও উঠে এসেছে নিচে কিংবা উপরে। সে ছবিও ভাইরাল। ডিস্কো ডান্সারকে গত এক মাস এভাবেই দেখা গিয়েছে একের পর নির্বাচনী প্রচার থেকে রাজনৈতিক মঞ্চে।
সোমবার শেষ দফার নির্বাচনে শেষ ভোট প্রচারে তো মঞ্চেই উঠলেন না মিঠুনদা। বোলপুরে জনসভার পাশেই নামে তাঁর হেলিকপ্টার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু হেলিকপ্টার থেকে নেমে জমায়েত দেখেই সরে আসেন তিনি। মঞ্চে উঠতে রাজি হননি মিঠুন চক্রবর্তী। ব্যারিকেডের ভিতর থেকেই মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে শুরু করে উপস্থিত জনতার উদ্দেশে।
আরও পড়ুন কারও মুখে মাস্ক নেই! মঞ্চেই উঠলেন না মিঠুন চক্রবর্তী
শেষ প্রচার শেষ করেও রেহাই নেই ‘জাত গোখরোর’। কোথায় একটু গা এলিয়ে বিশ্রাম নেবেন, কিন্তু তা আর হল কই? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল খবর, মিঠুন চক্রবর্তী কোভিডে আক্রান্ত!
বিভিন্ন সংবাদ মাধ্যেমে ছড়িয়ে গেল সে খবর। শেয়ার-লাইক বাড়ল হইহই করে। কমেন্টে একের পর শুভেচ্ছাবার্তা—‘সুস্থ হয়ে উঠুন মিঠুনদা’!
অন্যদিকে, এক মাসেরও বেশি সময় ধরে প্রচার চালানোর পর মিঠুন চক্রবর্তী তাঁর প্রিয় খাবার ‘বিউলির ডাল এবং আলু পোস্ত’ খেয়ে ছুটি কাটাচ্ছেন! মিঠুন চক্রবর্তীর অফিস থেকে এল খবর। আগামিকাল থেকে ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর শুটিং নিয়েও ব্যস্ত হয়ে পড়বেন মিঠুনদা। একই মঞ্চে থাকবেন দেব-মনামী। চলবে চলতি মাসের শেষ দিন অবধি।