মহাতারকার মহালড়াই! এবার জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত, কোন ছবিতে দেখা যাবে দুই সুপারস্টারকে?

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে বুঁদ রয়েছে রজনীকান্তের 'কুলি' ছবিতে। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রজনীকান্তের এই ছবি। অন্যদিকে, প্রকাশ্যে এসেছে 'দ্য় বেঙ্গল ফাইলস' ছবিতে মিঠুনের ঝলক।

মহাতারকার মহালড়াই! এবার জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত, কোন ছবিতে দেখা যাবে দুই সুপারস্টারকে?

|

Aug 19, 2025 | 3:07 PM

ভারতীয় সিনেমার দুই মহাতারকা। মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্ত। একজন বিনোদন দুনিয়ার মহাগুরু তো, আরেকজন থালাইভা। একজন বক্স অফিসে এলেই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রি। আরেকজন এই মুহূর্তে সিনেমায় টেস্ট ম্যাচ খেলছেন। সিনেমার এই দুই মহারথী যদি একসঙ্গে হাজির হন সিনেপর্দায় তাহলে? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে বুঁদ রয়েছে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রজনীকান্তের এই ছবি। অন্যদিকে, প্রকাশ্যে এসেছে ‘দ্য় বেঙ্গল ফাইলস’ ছবিতে মিঠুনের ঝলক। ঠিক এই সময়ই শোনা যাচ্ছে, এক নতুন ছবিতে নাকি জুটি বাঁধতে চলেছেন মিঠুন ও রজনীকান্ত। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ছবির সিক্যুয়েলেই দেখা যাবে রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। তবে এই খবর রটলেও, এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি মিঠুন ও রজনীকান্ত দুজনে।

এর আগেও সিনেপর্দায় জুটি বেঁধেছেন মিঠুন ও রজনীকান্ত। ১৯৮৯ সালে মুক্তি প্রাপ্ত রেখা অভিনীত ‘ভ্রষ্টাচার’ ছবিতে দেখা গিয়েছিল রজনীকান্ত ও মিঠুনকে। এবার বহু বছর পর ফের সিনেপর্দায় কামাল দেখাবেন দুই সুপারস্টার।