‘কালকক্ষ’, যে ছবি জাতীয় পুরস্কার এনে দিয়েছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ঝুলিতে, তাঁদেরই এবার পরবর্তী ছবির ট্রেলার প্রকাশ্যে এল। ছবির নাম ‘মন পতঙ্গ’। পরিচালক জুটির কথায়, ‘কলকাতার বুকে মাটি থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন, যা এক ফুটপাথবাসী থেকে এক কোটিপতি, সকলকে অস্থির করে রাখে, অনৈতিক করে তোলে কখনও, কখনও, সুবিধাভোগী, কখনও বা হিংস্র করে তোলে, সেই জ্বলন্ত কামনার প্রতিচ্ছবি আমাদের এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। শীঘ্রই ছবি মুক্তি পেতে চলেছে। ছবির ট্রেলার মুক্তি পেল অরোরা ফিল্ম কর্পোরেশনের ইউটিউব পেজ থেকে, আশা রাখি মানুষ এই ট্রেলারকে গ্রহণ করবেন। আগের ছবি জাতীয় পুরস্কার পাওয়ায় মানুষের আশা নিঃসন্দেহে অনেকটা বেড়ে গিয়েছে। এখন দেখার, এই ছবির ভাগ্যে দর্শকেরা কী লেখেন।”
ছবির প্রযোজক অরোরা ফিল্মস-এর কর্ণধার অঞ্জন বসুর কথায়, “এই ছবিতে অসংখ্য মানুষ অভিনয় করেছেন যারা বাস্তবিকভাবেই ফুটপাতে থাকেন, এই ছবি এমন অনেক মানুষের গল্প যারা দৈনন্দিন জীবনে ফুটপাতে বাঁচার লড়াই করে। আমরা তাই প্রথম থেকেই চেয়েছিলাম তাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান করা হোক।” তাই এদিন কলকাতার লেনিন সরণির ব্যস্ততম ফুটপাথে পথের মানুষদের সঙ্গে নিয়ে, তাদের হাতদিয়েই ছবির ট্রেলার উদঘাটন করলেন নির্মাতারা। বিতরণ করা হয় মশারি ও কম্বল বিতরণ।
ছবির গল্পের মূলেই এই জীবন সংগ্রাম। যেখানে একে অপরকে ভালবেসে মৃত্যুর ভয়ে এক মুসলিম ছেলে এবং এক হিন্দু মেয়ে গ্রাম থেকে শহরে পালিয়ে আসে। হাজার হাজার পরিযায়ী মানুষদের মতোই তাদেরও ফুটপাতের জীবন শুরু হয়। এই ফুটপাতের ধারেই এক বিলাসবহুল আসবাবের দোকানে রাখা এক সিংহাসনের মতো চেয়ার দেখে তারা চায় সেটাতে রাজা রানীর মতো একবার বসতে। কিন্তু ওদের সামাজিক পরিচয় ওদের সেই স্বপ্ন সত্যি হতে দেয় না। নিজেদের ওই চেয়ারের যোগ্য তৈরি করে তুলতে শুরু হয় তাদের নতুন লড়াই। তাকে কেন্দ্র করেই বেড়ে ওঠে ছবির গল্প।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, নবাগত শুভংকর মোহান্তা ও বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রীবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায় প্রমুখ।। অনেক সত্যিকারের পথবাসী মানুষ, পথশিশুরাও এ ছবির অন্যতম অংশ।