আগামী ২৪ ঘণ্টায় বড় চমক দেবেন মোনালি!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তারকাদের রাজনীতিতে যোগদানের পরিমাণ বাড়ছে। কেউ বা পুরনো দল ছেড়ে নতুন দলে যাচ্ছেন। মোনালিও কি সেই দলে নাম লেখালেন?

আগামী ২৪ ঘণ্টায় বড় চমক দেবেন মোনালি!
মোনালি ঠাকুর।

|

Mar 22, 2021 | 8:24 PM

মোনালি ঠাকুর (Monali Thakur)। গানের জন্যই তাঁকে চেনেন তামাম দর্শক। আবার অভিনয়ও করেছেন তিনি। এ হেন মোনালি নতুন চমক নিয়ে আসছেন।

আসলে নতুন চমক বললেই এখন সেলিব্রিটিদের রাজনীতিতে যোগদানের কথা মনে করেন সাধারণ দর্শক। কারণ গত কয়েকদিনে টলি পাড়ায় রং বদলের হাওয়া। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তারকাদের রাজনীতিতে যোগদানের পরিমাণ বাড়ছে। কেউ বা পুরনো দল ছেড়ে নতুন দলে যাচ্ছেন। মোনালিও কি সেই দলে নাম লেখালেন?

আসলে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন মোনালি। তার ক্যাপশনে লিখেছেন, ‘গেস করুন তো, কী? আগামী ২৪ ঘণ্টায় বড় কিছু আসছে…। তিনি আরও জানান, যে কোনও ক্ষেত্রেই সৎ থাকলে, কাজে তার প্রভাব পড়বেই।’

এ সব দেখে নেট নাগরিকদের একটা বড় অংশের মনে হয়েছে, গান নিয়েই নতুন চমক দেবেন মোনালি। এখনই হয়তো রাজনীতির ময়দানে তাঁকে দেখা যাবে না। আগামী ২৪ ঘণ্টায় কোন নতুন চমক দেবেন, সে দিকেই আপাতত তাকিয়ে তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, ‘গুমনামী’, ‘জেষ্ঠ্যপুত্র’-এর জাতীয় পুরস্কার, এটা বাংলা ছবির জয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়