মনামীর পিঠ জুড়ে এসব কী লেখা? পলকে ভাইরাল সিনেপাড়ার হটডিভা

Monami Ghosh: যদিও জানেন কি মনামী মোটেও পছন্দ করেন না, যে তাঁকে কেউ বারবার বয়স প্রসঙ্গে প্রশ্ন করুক। মনামীর কথায় এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত। যদিও প্রশ্নে ইতি টানতে নারাজ তাঁর ভক্তরা। 

মনামীর পিঠ জুড়ে এসব কী লেখা? পলকে ভাইরাল সিনেপাড়ার হটডিভা

Mar 31, 2024 | 3:52 PM

মনামী ঘোষ, চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম তিনি। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। উইকিপিডিয়া জানাচ্ছে প্রায় ৪০ ছুঁইছুঁই নায়িকা। তবু তাঁকে দেখে বোঝার উপায় নেই। এতটাই গ্ল্যামারাস তিনি, এতটাই নিজেকে ধরে রেখেছেন এই অভিনেতা। কীভাবে আজও তিনি ‘সুইট সিক্সটিন’? কোন রহস্যে তাঁর বয়স বোঝা যায় না? কী খান মনামী? তাঁর বক্তব্য, “আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার।” যদিও জানেন কি মনামী মোটেও পছন্দ করেন না, যে তাঁকে কেউ বারবার বয়স প্রসঙ্গে প্রশ্ন করুক। মনামীর কথায় এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত। যদিও প্রশ্নে ইতি টানতে নারাজ তাঁর ভক্তরা।

মনামী ঘোষ। বরাবরই সকলের ভীষণ পছন্দের সেলেব। তাঁর লুক থেকে ফিগার, ফ্যাশন স্টেটমেন্ট, সবেতেই আট থেকে আশির নজর কেড়ে থাকেন। টলিপাড়ার অন্যতম ফ্যাশনিস্তার এবার তালিকায় থাকল একটুরো বাংলা। পরনে একটি ফ্রগ। নক্সিকাঁথায় তৈরি সেই পোশাক দেখলে চোখ ধাঁধিঁয়ে যাওয়ার জোগার। মাথায় বাংলার মেয়ের সাবেকিয়ানারব বেনী। পাশাপাশি হাতেও ঝোলা, আদ্যপান্ত বাঙালি মেয়ে। বিভিন্ন পোজ়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নজর কাড়লেন তিনি।

ফিল্ম ফেয়ারের রেডকার্পেটে এদিন যেন তিনি আগুন ধরিয়ে দিলেন। তবে চমক ছিল অন্য কোথাও। তাঁর পিঠ জুড়ে লেখা, এক কবিতা। অস্ফুট সেই না বলা কথা/মনের আবেগের হারানো ব্যাথা, /আঁকে আর লিখে শোক গাঁথা /কত স্বপ্ন দিয়ে বোনে,নকশি কাঁথা। – ইব্রাহিম আরাফাতের লেখা এই কয়েকটা লাইনই যেন এদিনের সমস্ত স্পটলাইট কেড়ে নেয়। পলকে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। জানেন, এই আইডিয়াটা মনামী ঘোষের নিজেরই।