টলিউড হোক অথবা বলিউড—অভিনেত্রী মুনমুন সেনের ‘সেন’সেশনকে অগ্রাহ্য করতে পারে, এহেন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। সুচিত্রা সেনের কন্যা হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রাথমিকভাবে ‘পরিচিতি’ পেলেও ক্রমে মুনমুন হয়ে ওঠেন বিরাট সংখ্যক পুরুষের ‘গোপন’ হার্টথ্রোব। অঞ্জন দত্তর গানের লিরিক্সেও ফিরে আসেন মুনমুন: ‘দমদমে নামলে তোমারি বাড়িতে কফি খায় ইমরান খান’। মুনমুনের আবেদন এমনই যে, তিনি রাজনীতির ময়দানে নামলেও তাঁকে কেন্দ্র করে আকর্ষণ কমে না জনতার। অন্যদিকে, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বাঙালির কাছে যেমন মূলত ‘ফেলুদা’ হিসেবে পরিচিত, তেমনই বলিউডেও বিভিন্ন ছবিতে চরিত্রাভিনেতা রূপেও মনে রাখার মতো কাজ করেছেন তিনি। বাংলা ছবিতে মাঝেমধ্যে দেখা মেলে সব্যসাচী চক্রবর্তীর (একসময় বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখগুলির মধ্যে অন্যতম ছিলেন সব্যসাচী)।
এবার যদি এই দু’জন তারকা কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত হন, তাহলে তো তার মাত্রা অন্যরকম হবেই। অন্তত দর্শকের আশা তো তেমনটাই হবে। এবং দর্শকের সেই আশা যে অত্যন্ত সঙ্গত হবে, তা অস্বীকার করারও কোনও জায়গা নেই। সম্প্রতি যে খবর শোনা যাচ্ছে, তা হল: পরিচালক শুভ্রজিৎ মিত্রর বিগ বাজেট ছবি ‘দেবী চৌধুরানী’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।
অন্যদিকে, অভিনেত্রী মুনমুন সেনকে ইদানীং আর সেভাবে দেখা যায়না সিনেমার পর্দায়। তবে তাঁকে যখন কোনও প্রজেক্টে নেওয়া হয়, তখন যে নিশ্চিতভাবেই তার কোনও বিশেষ গুরুত্ব রয়েছে, সে কথা স্বীকার করতেই হবে। এখন খবর, সম্প্রতি এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। ছবির নাম ‘ক্যাবেজ’। পরিচালক বলিউডের দিগ্গি সিশোদিয়া।
খুশির খবর হল, এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ক্যাবেজ’ নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে দেখানো হবে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি, যাতে মুখ্য চরিত্রে দেখা যাবে মুনমুন সেন ও সব্যসাচী চক্রবর্তীকে। আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। এই বিষয়ে TV9 বাংলার তরফে অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, তিনি এই প্রজেক্টটিকে কেন্দ্র করে অত্যন্ত খুশি। আসন্ন এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে তিনি সকলের সঙ্গে ছবিটি দেখতে চান, TV9 বাংলাকে এমনটাই জানিয়েছেন মুনমুন। এই ছবির গল্পটা ঠিক কী?
আপাতত যা জানা যাচ্ছে, তা হল: ‘ক্যাবেজ’ এক প্রবীণ দম্পতির কাহিনি। নিজেদের মধ্যে সম্পর্ক তেমন ভাল নয় এই বৃদ্ধ-বৃদ্ধার। তবে করোনার সময়ে একই ছাদের তলায় সারাক্ষণ থাকার কারণে এই দম্পতির দীর্ঘ সম্পর্কের আসে এক বিরাট পরিবর্তন। কারণ এই সময়ে সবার থেকে আলাদা হয়ে সারাদিন কাটাতে হয়েছে তাঁদের। তবে তাঁদের সম্পর্ক আরও খারাপ হয়, নাকি ভালর দিকে এগোয়, সেটাই বলবে এই ‘ক্যাবেজ’। মুনমুন জানান, এই ছবিটি সম্পূর্ণ ইংরেজি ভাষায় তৈরি। মুনমুন নিজে সমাজমাধ্যমে না জানালেও তাঁর কন্যা রাইমা সেন নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছেন। মায়ের পরবর্তী কাজকে কেন্দ্র করে নিজের আনন্দও প্রকাশ করেন রাইমা। এখন দেখার এই জুটিকে আগামী দিনে অন্য কোনও পরিচালক আবার একসঙ্গে নতুন ছবিতে কাস্ট করেন কি না। তবে তার আগে যেটা দেখার, তা হল: দর্শক এই জুটিকে কীভাবে নেয়।