
অনেক দিন পর আবার পর্দায় ফিরলেন অভিনেত্রী মুনমুন সেন। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সহচরী’-তে অভিনয় করেছেন মুনমুন সেন। এই ছবিতে মুনমুন সেনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। স্বল্প দৈর্ঘ্যের এই ছবি ‘সহচরী’-কে এই মুহুর্তে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে। ছবিতে বহুদিন পর আবারও ক্যামেরার সামনে এসেছেন নায়িকা। ইতিমধ্যেই মুনমুন সেন হারিয়েছেন তাঁর স্বামী ভরত দেববর্মাকে। ফলে বেশ কিছুমাস তিনি কোনও সামাজিক কাজে বা ছবিতে কাজ করেননি। TV9 বাংলাকে মুনমুন সেন বললেন, “তিনটি ছবিতে কাজ করেছি, একটা প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় পরিচালনায় ‘সহচরী’। বাকি দুটি নিয়ে এখনও কথা বলার সময় আসেনি। এই ছবিতে খুব মিষ্টি মেয়ে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, সুস্মিতা সকলকে খুব সম্মান করে। আমার সঙ্গে ওর প্রতিটা শট খুব সুন্দর হয়েছে”।
অন্যদিকে মুনমুন সেনের সঙ্গে প্রথম কাজ করার দারুণ অভিজ্ঞতার কথা জানালেন সুস্মিতা। তাঁর কথায়, “মুনমুন ম্যাম আমার খুব প্রিয়, মিষ্টি মনের এক মানুষ। আমি খুব ভাগ্যবান, যে আমি ম্যামের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। মুনমুন ম্যামের সঙ্গে অনেক বিষয় নিয়ে গল্প করেছি, দারুণ মজা করে শ্যুট করেছি। শ্যুটের মাঝেই আমায় সুন্দর একটি কানের দুল উপহার দিয়েছেন। এরপরেও আমার বাড়িতে একটা সুন্দর ব্যাগ উপহার পাঠিয়েছেন। অনেক কিছু শিখলাম মুনমুন ম্যামের থেকে। খুব ভাল অভিজ্ঞতা হয়ে থাকল । এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”
সুস্মিতা আরও বলেন, “‘সহচরী’ গল্পটা খুবই আবেগপ্রবণ। এই দুই চরিত্রের মধ্যে গভীর যোগ রয়েছে। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারলাম বলেই মনে হচ্ছে।”