
মৌনী রায় প্রথম থেকেই তাঁর লুক ঘিরে বারে বারে চর্চিত ভক্তমহলে। নাগিন ধারাবাহিক থেকেই মৌনীকে ঘিরে সিনে পাড়ায় জল্পনা তুঙ্গে। তাঁর লুক থেকে শুরু করে পারফেকট ফিগারই যেন এক কথায় তাক লাগায় ভক্তদের। তবে এই শরীরী ভাঁজে যে সর্বদাই তিনি প্রশংসিত এমনটা নন। বারে বারে তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। একবার তাঁর কোমড়ের সাইজ সামনে আসতেই ওঠে প্রশ্ন। নেটপাড়া স্পষ্টই জানিয়েছিল, কিছু খাওয়ার কথা। নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। যদিও মৌনীর এই লুক কম বেশি সকলেরই পছন্দ। এবারও তাঁর ব্যতিক্মম হল না।
লুক থেকে ফিগার, মৌনী রায় বরাবরই ট্রোল কিংবা কটাক্ষের শিকার হয়ে থাকেন। যা নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। কারণ মৌনীর লুক। সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন নিয়ে হাজির তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। যা নিয়ে চর্চাও কম হতে দেখা যায় না। এবার কটাক্ষের শিকার বিজ্ঞাপনে মৌনীর সেই লুক।
সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট হতেই তা নিয়ে চর্চা তুঙ্গে। এক কথায় বলতে গেলে অনেকে চিনতেই পারছেন না নাকি তাঁকে। কারণ তাঁর মুখের অবয়ব। যা অনেকটাই এদিন অন্যরকম লাগল। আর তা দেখেই একের পর এক প্রশ্নবাণে ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। কমেন্ট বক্সে কখনও উঠে আসতে দেখা গেল কটাক্ষের ঝড়, কখনও আবার উপদেশ। একজন লিখলেন, আপনাকে পুরো অন্য রকমের দেখতে লাগছে। আবার কেউ লিখলেন, কী হয়েছে আপনার মুখ আর আপনার আইব্রোর? কেউ আবার লিখলেন, মুখের বদল।