মোদীর সামনেই এই বিশেষ পানীয়ে লাগাতার চুমুক শাহরুখ-অম্বানির, চোখ এড়াল না কারও!

SRK: প্রসঙ্গত, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশে নেতা মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য। ছিলেন অক্ষয় কুমার ও অনুপম খেরের মতো ব্যক্তিত্বও।

মোদীর সামনেই এই বিশেষ পানীয়ে লাগাতার চুমুক শাহরুখ-অম্বানির, চোখ এড়াল না কারও!
চোখ এড়াল না কারও!

Jun 10, 2024 | 10:24 PM

রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদী। ওই মেগা ইভেন্টে আমন্ত্রিত ছিলেন দেশ-বিদেশের তাবড় নেতৃত্বরা। শুধু যে রাজনৈতিক মহলের আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন এমনটা কিন্তু নয়, হাজির ছিলেন বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব মুকেশ অম্বানীও। রবিবার দিল্লিতে তীব্র দাবদাহ। গরমে কাহিল অবস্থা হয়েছিল সকলেরই। সেই দাবদাহ থেকে বাঁচতে অম্বানীসহ শাহরুখ খান সবাই চুমুক দিলেন এক বিশেষ পানীয়তে। কী সেটি? দামই বা কত?

গরমের হাত থেকে রক্ষা পেতে ঘনঘন তাঁরা খাচ্ছিলেন ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সল্টস। কিছু দিন আগেই আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে এবার ‘নো রিক্স’। আগে থেকেই সাবধানী কিং খান। তাঁকে সঙ্গ দিলেন খোদ মুকেশ অম্বানীও।

প্রসঙ্গত, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশে নেতা মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য। ছিলেন অক্ষয় কুমার ও অনুপম খেরের মতো ব্যক্তিত্বও।