‘মার্ডার ২’ ছবির ‘রেশমা’কে মনে আছে? যাকে নৃশংস ভাবে হত্যা করেছিল ধীরজ পান্ডে? অথবা জনপ্রিয় ধারাবাহিক ‘অম্বর ধারা’র ধারাকে? প্রায় দশ বছর পর ছোট পর্দায় আবারও কামব্যাক করতে চলেছেন ‘ধারা’ ওরফে সুলগ্না পানিগ্রাহী। ‘বিদ্রোহী’ নামক ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে কাজ করতে চলেছেন তিনি।
সূত্র বলছে, “ধারাবাহিকটি ব্রিটিশ রাজ এবং পারিপার্শ্বিক সময়কে তুলে ধরতে চলেছে। ধারাবাহিকে মূল চরিত্র এক যোদ্ধা এবং দুই রাজকুমারীকে নিয়ে। ওই দুই রাজকুমারীর মধ্যে একজনের চরিত্রে অভিনয় করবেন সুলগ্না।
২০১০ সালে ‘বিদাই’ ধারাবাহিকের পর আর ছোট পর্দায় দেখাই যায়নি তাঁকে। মার্ডার ২-এর পর ‘গুরুদক্ষিণা’, ‘রেড’-এ পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ছোট পর্দায় ফেরেননি তিনি। গত বছর ‘আফসোস’ বলে এক ওয়েব সিরিজে যদিও অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দা থেকে প্রায় হারিয়ে যাওয়া কি স্বেচ্ছায়?
সূত্র বলছে, ইচ্ছাকৃত ভাবেই ছোট পর্দা থেকে কিছুটা ব্রেক নিতে চেয়েছিলেন তিনি। বড় পর্দাতেই কেরিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু সেখানেও সেভাবে পসার জমাতে না পেরে আবারও ছোট পর্দা। গত বছর হঠাৎই চুপিসারে বিয়েও সেরে ফেলেছেন সুলগ্না। পাত্র স্ট্যান্ডআপ কমেডিয়ান কল্যাণ রাঠি। তাঁর কামব্যাকে মুখিয়ে ভক্তরা।