
বাংলা ছবিতে ডজন ডজন সিনেমার হিট গান উপহার দিলেও বাঃলা ছবি থেকে প্রায় ‘উধাও’ সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তবে দর্শকদের কাছে খুশির খবর বাংলা ছবি ‘স্বার্থপর’ এর সঙ্গীত তৈরি করেছেন সুরকার । এই ছবি নিয়ে আড্ডা দিতে গিয়ে জিৎ গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলাকে জানালেন , তিনি মনে খুব দুঃখ পান যখন বাংলা থেকে কেউ আর কাজ দেন না।
আসলে কয়েক দশক ধরে বাংলা সিনেমার একের পর এক হিট গান উপহার দিয়েছেন। এই মুহূর্তের সুপার স্টার দেবের প্রায় সব ছবির গান তাঁর তৈরি কম্পোজিশন। এতদিন তাঁকে বাংলায়পাওয়া না যাওয়ার কারণ জিজ্ঞেস করতে খুব দুঃখ করে বললেন, ” আসলে আমি নিজেও ঠিক জানি না। প্রযোজক, পরিচালকরা কেন আর আমায় ডাকে না। অথচ আমি শুনেছি কিছুদিন আগেও অন্য একটি ছবির মিউজিক লঞ্চে আমার করা মিউজিক বেজেছে। টনিক ছবির মিউজিক করেছিলাম। তাও অনেকদিন হল। এখন এই স্বার্থপর ছবির সুর করার কাজ পেলাম। জানি না কেন আর ডাক পাইনা। অথচ আমার একসময় মুম্বইতে যখন খুব ব্যস্ততা ছিল। তখনও বাংলা সিনেমার জন্য সুর করেছি, রেকর্ডিং শেষ করে সিডি নিয়ে ছুটতে ছুটতে প্লেন এ গান পাঠিয়েছি। সেই ট্র্যাকে গানের শুট হবে। আজকের সুপার স্টারদের সুপারহিট গান উপহার দিয়েছি। তবে এখন কেন ডাকে না ঠিক বলতে পারব না, আসলে আমি বাংলা গান করতে চাই তাই মন খারাপ হয়।”
প্রসঙ্গত, দেব, জিৎ, সোহম সব অভিনেতার দারুণ হিট গানের তালিকা রয়েছে, যেমন, পরাণ যায় জ্বলিয়া রে …, প্রেম আমার , বোঝেনা সে বোঝে না, পিয়া রে , ভজ গৌরাঙ্গ বহু হিট গান রয়েছে। সেই সুপারহিট সুরকার এখন টলিউডে তেমন সুযোগ পাচ্ছেন না। আর সেই হতাশার কথাই শোনা গেল জিতের কণ্ঠে।