খাবারে বিষ! কান্নার ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন তনুশ্রী দত্ত

বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। তনুশ্রীর বিরুদ্ধে এমন খবর রটতেই ফের মুখ খুললেন তিনি। এবার তাঁর অভিযোগ আরও মারাত্মক।

খাবারে বিষ! কান্নার ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন তনুশ্রী দত্ত

|

Jul 26, 2025 | 5:45 PM

কয়েকদিন আগেই কাঁদতে কাঁদতে সোশাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ তুলে ভিডিয়ো শেয়ার করেন আশিক বানায়ে আপনে খ্য়াত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর সেই ভিডিয়ো নিয়ে সোশালপাড়া উত্তাল। নিন্দুকরা বলছেন, তনুশ্রীর এই ভিডিয়ো নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট। বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। তনুশ্রীর বিরুদ্ধে এমন খবর রটতেই ফের মুখ খুললেন তিনি। এবার তাঁর অভিযোগ আরও মারাত্মক।

তনুশ্রী জানিয়েছেন, গত কয়েক বছর ধরে আমার সঙ্গে আজব সব ঘটনা ঘটছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটেই চলেছে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিয়ো বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া এবং জনপ্রিয় এক অভিনেত্রী, সেটা সবাই ভুলে যাচ্ছেন কেন।

২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘আশিক বনায়ে আপনে’ হইচই ফেলে দিয়েছিল বলিউডে। বিশেষ করে এই ছবির টাইটেল গানের সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। ইদানীং যে দৃশ্য মোবাইলে সহজলভ্য, সেই সময়, সিনেপর্দায় তার থেকেও সাহসী হয়েছিলেন তনুশ্রী ও ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের দৃশ্যায়ণ নিয়ে কথা বলতে গিয়ে এক আজব ঘটনা শোনালেন তনুশ্রী। যা নিয়ে ফের তোলপাড় উঠল আরব সাগরের তীরে।