AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মরে যাওয়ার চেষ্টা করব…’, এক বুক অভিমান নিয়ে কেন বললেন নচিকেতা?

তারপরেই মৃত্য নিয়ে সোশাল মিডিয়ায় ভাবনা পোস্ট করলেন নচিকেতা। স্পষ্টই জানালেন, মৃত্যুর মুখ থেকে বারংবার ফিরে মন্দ লাগছে না তাঁর। একটি ভিডিয়ো আপলোড করে আবার স্পষ্ট জানালেনও, তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটালে, মৃত্যু ঘোষণা করলে, তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন।

'মরে যাওয়ার চেষ্টা করব...', এক বুক অভিমান নিয়ে কেন বললেন নচিকেতা?
Nachiketa Chakraborty
| Updated on: Dec 17, 2025 | 2:49 PM
Share

কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তাঁর হার্টে দুটো স্টেন্ট বসেছে। ফেরার পথে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সেলফি তুলে পোস্টও করেছেন ও ডাক্তার গানের গায়ক। আর তারপরেই মৃত্য নিয়ে সোশাল মিডিয়ায় ভাবনা পোস্ট করলেন নচিকেতা। স্পষ্টই জানালেন, মৃত্যুর মুখ থেকে বারংবার ফিরে মন্দ লাগছে না তাঁর। একটি ভিডিয়ো আপলোড করে আবার স্পষ্ট জানালেনও, তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটালে, মৃত্যু ঘোষণা করলে, তিনি মরে যাওয়ার চেষ্টা করবেন।

কয়েক সপ্তাহ আগেই হঠাৎ অসুস্থ হওয়ায় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা। হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে তাঁর। দুটো স্টেন্টও বসেছে। সেই সময়ই হঠাৎ করে রটে যায়, তাঁর মৃত্যুর ভুয়ো খবর। সোশাল মিডিয়া বার বার এমন খবর রটায়, ক্ষোভ জমেছিল নচিকেতার মনে। এবার ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে সেই ক্ষোভ উগরে দিলেন গায়ক। খতিয়ান দিলেন জীবনে কতবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। কখনও বাইক থেকে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ায় কোমায় গিয়েছিলেন, কখনও পাতালরেলে টানেলে জলে ডুবতে ডুবতে, কখনও আবার ছোটবেলায় ক্ষুদিরামের মতো অভিনয় করতে গিয়ে গলায় ফাঁসি দড়ি। কখনও নকশাল আন্দোলন। বহুবার কাছ থেকে মৃত্যু দেখেছেন তিনি। তাই মৃত্যু নিয়ে তেমন কোনও আলাদা ভাবনা নাকি নেই তাঁর। নচিকেতার কথায়,” আমাকে তো আমার যা আয়ু, তার থেকে বেশিবার মারা হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়…এবার আপনারা মৃত্যু ঘোষণা করলে মরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের মান রাখতে!”

নচিকেতা এমন ভিডিয়ো আপলোড করে অভিনব উপায়ে যেন নেটিজেনদের, বিশেষ করে ট্রোলারদের একহাত নিলেন। প্রমাণ করলেন আজও তিনি আগের মতো ‘আগুনপাখি’।