AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নববর্ষে বাংলা গান উপহার দিলেন সঙ্গীত শিল্পী নাকাশ আজিজ, রবীন্দ্র সঙ্গীত নিয়ে কী বললেন

নাকাশ , রবীন্দ্র সঙ্গীত জানেন কিনা প্রশ্ন করলে তাঁর উত্তর, " আমি বাংলা খুব ভালো জানিনা, তবে রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে শুনেছেন, তাঁর অমর সৃষ্টি সম্পর্কে অবগত। তবে ভালো করে বাংলা না শিখলে রবীন্দ্র সঙ্গীত গাওয়া ঠিক হবেনা।

নববর্ষে বাংলা গান উপহার  দিলেন সঙ্গীত শিল্পী নাকাশ আজিজ, রবীন্দ্র সঙ্গীত নিয়ে কী বললেন
| Updated on: Apr 17, 2025 | 3:36 PM
Share

নাকাশ আজিজ পরিচিত একজন জনপ্রিয় নেপথ্য গায়ক এবং সুরকার।  এই মুহুর্তে তিনি পুষ্পা ছবির গানের জন্য জনপ্রিয়তার শিখরে। বহুদিন ধরেই তিনি কিংবদন্তি সুরকার এ. আর. রহমানের,সহযোগি হিসেবে কাজ করেন। হিন্দিতে ‘হাইওয়ে’, ‘রানঝানা’, ‘রকস্টার’, ‘দিল্লি-৬’ এবং আই-এর মতো চলচ্চিত্রে সহযোগি হিসেবে কাজ করেছেন। “শাড়ি কে ফল সা” এবং “গান্দী বাত” এবং ফাটা পোস্টার নিকলা হিরো থেকে “ডাটিং নাচ”-এর মতো গানের প্লেব্যাকের জন্য জনপ্রিয়। এছাড়াও একাধিক বাংলা ছবির সুপারহিট গান গেয়েছেন। তাঁর গানের বিশেষত্ব হল রিদেমিক, পেপি সুর।

এর আগে বহুবার বাংলা গান গাইলেও বাংলা নববর্ষ উপলক্ষে একটি বাংলা গান উপহার দিতে চলেছেন বাংলা শ্রোতাদের জন্য। আশা অডিও হাত ধরেই এই গানের উপহার আসতে চলেছে।তাঁর সঙ্গে ডুয়েট করেছেন শ্রেষ্ঠা দাস।বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই আসছে এই গান। বাংলা গানের টাইটেল ‘প্রেমের রঙ’। এই গান উপহার প্রসঙ্গে tv9বাংলার কাছে নাকাশ বললেন, “বাংলা খুবই মিষ্টি ভাষা, তবে খুব ভাল করে তিনি বলতে পারেন না, তবে বহু বাঙালি গায়ক, গায়িকা, সুরকার যেমন প্রিতম, শ্রেয়া ঘোষাল সকলের সঙ্গে যখন কাজ করেন বেশিরভাগ সময় বাংলা শুনতে পান, তাই তিনি এই ভাষাটা শেখার চেষ্টা করছেন। ” রবীন্দ্র সঙ্গীত তিনি জানেন কিনা প্রশ্ন করলে তাঁর উত্তর, ” আমি বাংলা খুব ভালো জানিনা, তবে রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে শুনেছেন, তাঁর অমর সৃষ্টি সম্পর্কে অবগত। তবে ভালো করে বাংলা না শিখলে রবীন্দ্র সঙ্গীত গাওয়া ঠিক হবেনা। “এই মুহুর্তে নানা চ্যানেলে গানের কম্পিটিশন চলতে থাকে, এই প্ল্যাটফর্ম নতুন গায়কদের জন্য কতটা প্রয়োজন , এই প্রশ্নের উত্তরে সুরকার, সঙ্গীত শিল্পী নাকাশ জানালেন, ” যেকোন প্ল্যাটফর্ম নতুনদের জন্য ভাল। সহজেই সাধারণ মানুষ থেকে সরকারের কাছে নিজের প্রতিভা পৌঁছে দিতে পারেন। তবে, প্রতিযোগিতা শুরু হবে এই ধরণের গানের কম্পিটিশন এর থেকে বেড়িয়ে আসার পর। “আপাতত নাকাশ আজিজ জানালেন, খুব যত্ন নিয়ে বাঙালি শ্রোতাদের জন্য নতুন গান গেয়েছেন, আগামী ২১ এপ্রিল গানটি মুক্তি পাবে । আশা করছেন বাঙালি শ্রোতাদের পছন্দ হবে।