নকুল-জানকীর দু’মাসের ছেলের অস্ত্রোপচার, এখন কেমন আছে খুদে?
অস্ত্রোপচারের আগে ছেলেকে তৈরি করাটা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। অপারেশনের আগে খালি পেটে রাখা, তারপর অপারেশন। শেষে যখন সুফিকে ফের তাঁর কোলে চিকিৎসকরা ফিরিয়ে দিয়েছিলেন, তার থেকে ভাল মুহূর্ত আর কিছু হয় না বলে জানিয়েছেন জানকী।
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ নকুল মেহেতা এবং জানকী পারেখে। তাঁদের পুত্র সন্তানের বয়স মাত্র দু’মাস। এর মধ্যেই জটিল রোগে আক্রান্ত তাঁদের সন্তান। চিকিৎসকদের পরামর্শে সন্তানের অস্ত্রোপচার করানো হয়েছে। ছেলের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁরা। আগের থেকে ছেলে এখন কিছুটা ভাল বলে জানিয়েছেন।
ছেলের নাম সুফি। জানকী লিখেছেন, প্রথমে তিনি ভেবেছিলেন এই খবর কাউকে জানাবেন না। পরে তাঁর মনে হয়, তাঁর উপর ভরসা করেন বহু অনুরাগী। সে কারণেই এই দুঃসময়ে সকলকে আসল সত্যিটা জানানো তাঁর কর্তব্য। চিকিৎসকদের পরামর্শ মতো সাধারণ অ্যানেথেশিয়া করে তাঁর ছেলের অস্ত্রোপচার করা হয়েছে জানিয়েছেন। Bilateral lnguinal Hernia রোগে আক্রান্ত সুফি।
View this post on Instagram
অস্ত্রোপচারের আগে ছেলেকে তৈরি করাটা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। অপারেশনের আগে খালি পেটে রাখা, তারপর অপারেশন। শেষে যখন সুফিকে ফের তাঁর কোলে চিকিৎসকরা ফিরিয়ে দিয়েছিলেন, তার থেকে ভাল মুহূর্ত আর কিছু হয় না বলে জানিয়েছেন জানকী। আসলে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানোর মাধ্যমে তিনি অনেককে সাহস দিতে চেয়েছেন। এই বয়সে সন্তান অসুস্থ হয়ে পড়লে, মা-বাবারা যাতে ভেঙে না পড়েন, চিকিৎসকদের পরামর্শ মতো চলেন, সে পরামর্শই দিয়েছেন তিনি। চিকিৎসকদের উপর ভরসা রেখেছিলেন। ভরসা রেখেছিলেন ঈশ্বরের উপর। সে কারণেই কঠিন সময় পেরিয়ে যেতে পেরেছেন বলে মনে করেন দম্পতি।
আরও পড়ুন, বেড়াতে গেলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী, সঙ্গী কে?