
জীবন যেন নাগরদোলা। কে কখন উপরে, কে কখন নিচে, তা জানেন একমাত্র নিয়তি। আর নিয়তির লেখাতেই তো জীবনকাহিনি এগিয়ে চলে। অভিনেতা শফিক সৈয়দের জীবনের গল্পটাও, সেই নাগরদোলার মতই। চড়চড়িয়ে শীর্ষে উঠে, হঠাৎই পতন! আর এখন তো তাঁর জীবনের গাড়ি অটোর মতো চলে।
কে এই শফিক?
আসুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সালটা ১৯৮৮। মুক্তি পেল পরিচালক মীরা নায়ারের ছবি সালাম বম্বে। মুম্বইয়ের স্লাম এবং পথশিশুদের নিয়ে গল্প ফাঁদলেন পরিচালক। উঠে এল মুম্বইয়ের রেড লাইট এলাকার গল্পও। সেই ছবিরই মুখ্য চরিত্র কৃষ্ণ এঙ্গিরা সাইভাউ-এ অভিনয় করেছিলেন শিশু অভিনেতা শফিক। এমনকী দুরন্ত অভিনয়ের জন্য জাতীয়পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে এখনও বেঙ্গালুরুর রাজপথে অটো চালান তিনি। এখন এটাই তাঁর জীবন চালানোর মূল পেশা। মীরা নায়ারের সেই ছবির শুটিংয়ের সময়, তাঁকে প্রতিদিন মাত্র ২০ টাকা এবং দুপুরের খাবারের জন্য একটি বড়া দেওয়া হত। তিনি খ্যাতি পেলেও, সেভাবে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারেননি শফিক। তাঁকে কেউ সুযোগও দেননি।
সম্প্রতি প্রকাশ পেয়েছে শফিকের আত্মজীবনী আফটার সালাম বম্বে। সেখানেই শফিক তুলে ধরেছেন তাঁর জীবনের লড়াইয়ের গল্প। এক সাক্ষাৎকারে শফিক বলেছেন, সালাম বম্বে আমাকে পরিচিতি দিয়েছিল। কিন্তু এই জীবন আমাকে লড়াই করতে শিখিয়েছে। মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছে।