মাকে আক্রমণ, ট্রোলারকে কড়া ভাষায় জবাব দিলেন অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দা

Sohini chakrabarty |

Feb 17, 2021 | 11:14 AM

অমিতাভকে কন্যা শ্বেতা নন্দাকে ইনস্টাগ্রামে আক্রমণ করেছিলেন এক ট্রোলার। মোক্ষম দাওয়াই দিয়েছেন নভ্যা।

মাকে আক্রমণ, ট্রোলারকে কড়া ভাষায় জবাব দিলেন অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দা
"একজন স্ত্রী এবং মা হওয়া আসলে ফুল-টাইম চাকরির সমান।"

Follow Us

তাঁর মাকে আক্রমণ করেছিলেন এক ট্রোলার। মোক্ষম দাওয়াই দিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। নভ্যার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করেছিলেন ওই ট্রোলার।

সম্প্রতি ‘ভগ ইন্ডিয়া’-র একটি পোস্টে দেখা গিয়েছে, একজন শক্তিশালী ‘ওয়ার্কিং ওম্যান’-এর কাছাকাছি থেকে বেড়ে ওঠা ঠিক কেমন হয় সেটাই জানিয়েছেন বিগ বি’র নাতনি। উল্লেখ্য, নভ্যার মা অর্থাৎ অমিতাভের মেয়ে শ্বেতা নন্দা একজন সফল ‘ওয়ার্কিং ওম্যান’। মায়ের সঙ্গে থেকেই বড় হয়েছেন নভ্যা। কী শিখেছেন, কী দেখেছেন, কী বুঝেছেন—- নিজের জার্নিই ইনস্টাতে শেয়ার করেছিলেন নভ্যা। সেই সঙ্গে বলেছিলেন নিজের ঠাকুমা এবং পিসির কথাও। নভ্যা জানিয়েছিলেন, এমন পরিবেশে তিনি বড় হয়েছেন যেখানে মহিলারা সংসার এবং বাইরের কাজ সমান ভাবে সামলান।

উল্লেখ্য, নভ্যা সম্প্রতি এক উদ্যোগ শুরু করেছেন, যাঁর নাম ‘নভেলি’। মূলত লিঙ্গ ভিত্তিক সাম্যের কথা বলা হয় এই উদ্যোগের মাধ্যমে। নিজের নতুন প্রজেক্ট সম্পর্কে আলোচনা প্রসঙ্গেই একথা জানিয়েছিলেন নভ্যা। আর ভগ ইন্ডিয়ার ওই ইনস্টাগ্রাম পোস্টেই শ্বেতা নন্দার বিরুদ্ধে একটি মন্তব্য করেছেন এক ট্রোলার। ওই ট্রোলার লিখেছিলেন, “কী কাজ করছেন ওর মা?” এই প্রশ্নের জবাবেই নভ্যা লিখেছেন, “উনি একজন লেখিকা, ডিজাইনার, কারও স্ত্রী এবং একজন মা।” সেই সঙ্গে আবার একটা হাসিমুখের স্মাইলিও দিয়েছেন নভ্যা।

এখানেই শেষ নয়, ওই কথোপকথনের স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন নভ্যা। আর লিখেছেন, “একজন স্ত্রী এবং মা হওয়া আসলে ফুল-টাইম চাকরির সমান। তাই যেসব মহিলারা হোমমেকার অর্থাৎ নিপুণ হাতে সংসার সামলান, তাঁদের ছোট করবেন না। একটা জেনারেশনকে বড় করে তুলতে ওঁদের গুরুত্ব কোনও অংশে কম নয়। তাই তাঁদের সমর্থন করুন। দুঃখ দেবেন না।”

এই প্রথম ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিয়েছেন নভ্যা নভেলি নন্দা। আর এক ট্রোলার নভ্যাকে বলেছেন, “আপনার প্রথমে একটা চাকরি পাওয়া উচিত, তারপর এসব বলবেন।” সেই ট্রোলারকে নভ্যা বলেছেন, “আসলে আমি একটি চাকরি ইতিমধ্যেই করছি।”

Next Article