বাবা-মায়ের বিবাহবার্ষিকী, কীভাবে শুভেচ্ছা জানালেন নীল তৃণা?

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 20, 2021 | 4:47 PM

তৃণাও একই কায়দায় শ্বশুর-শাশুড়িকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ঘরোয়া পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি।

বাবা-মায়ের বিবাহবার্ষিকী, কীভাবে শুভেচ্ছা জানালেন নীল তৃণা?
দম্পতি।

Follow Us

নিজেদের বিয়ের দিন বাবা-মায়ের সঙ্গে ছবি তুলেছিলেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। সেই ছবিই মঙ্গলবার সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন নীল। কারণ আজ একটা বিশেষ দিন। আজ তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকী। নিজেদের বিয়ের দিন তোলা বিশেষ ছবিটা দিয়েই বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

তৃণাও একই কায়দায় শ্বশুর-শাশুড়িকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ঘরোয়া পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। তৃণা লিখেছেন, ‘ব্লেসড উইথ দ্য বেস্ট’। ৩২তম বিবাহবার্ষিকীতে নীল-তৃণার বহু অনুরাগীও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনের উত্তাপ। সেই উত্তাপ ছড়িয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও। দল বদলের রাজনীতি যেমন দেখছেন দর্শক, তেমনই নতুন করে রাজনীতিতে যোগ দেওয়া অভিনেতার সংখ্যাও কম নয়। এই দ্বিতীয় তালিকায় রয়েছেন নীল এবং তৃণা সাহা। কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। আবার দলীয় প্রার্থীদের হয়ে প্রচারেও অংশ নিয়েছেন।

বিয়ের পর সেই অর্থে হনিমুনে যাননি এই জুটি। দিন কয়েক আগে বন্ধুদের সঙ্গেও উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ভিডিয়োও শেয়ার করেছিলেন তাঁরা। আপাতত নীল ব্যস্ত কৃষ্ণকলি নিয়ে। অন্যদিকে খড়কুটো ধারাবাহিক নিয়ে ব্যস্ত তৃণা। এই জুটিকে কখনও অনস্ক্রিন একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে দর্শক মহলে।

আরও পড়ুন, কেন অনস্ক্রিন কখনও চুমু খাননি অভিষেক-ঐশ্বর্যা?

Next Article