‘দুশ্চিন্তা, ক্ষোভ, ভয়…’, দু’বার বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন শাহিদ-ঈশানের মা নীলিমা আজিম

Apr 13, 2021 | 4:08 PM

স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগে কোনওদিন জীবনে প্রত্যাখিত হননি নীলিমা। তাঁর কথায়, "সবাই আমায় ভালবাসত, আমায় অনুসরণ করত।

দুশ্চিন্তা, ক্ষোভ, ভয়..., দুবার বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন শাহিদ-ঈশানের মা নীলিমা আজিম
দুই ছেলের সঙ্গে।

Follow Us

হঠাৎ করেই ‘সোনার সংসার’ ভেঙে পড়েছিল নীলিমা আজিমের। স্বামী পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদ, কোলের ছেলে শাহিদ কাপুরকে নিয়ে দিশেহারা অবস্থা– মনের মধ্যে জমাট বেঁধেছিল একরাশ ক্ষোভ, দুঃখ এবন চিন্তা। জীবনের সেই সব অধ্যায় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী নীলিমা আজিম। মুখ খুললেন রাজেশ খট্টরের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়েও।

পঙ্কজ কাপুরের সঙ্গে নীলিমার বিয়ে হয় ১৯৭৯ সালে। বিয়ের দুই বছরের মধ্যে জন্ম হয় শাহিদের। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে। নীলিমার কথায়, “ওই প্রথম রাগ, কষ্ট, দুশ্চিন্তা, ভয় সব অনুভূতি একসঙ্গে ঘিরে ধরে আমাকে। আর ঘিরে ধরে একরাশ নিরাপত্তাহীনতা। দমবন্ধ হয়ে আসত। বারবার মনে হতো এখন থেকে আমাকে আমার বাবা-মায়ের সঙ্গে থাকতে হবে। সম্পূর্ণ একার হাতে আমার সন্তানকে মানুষ করতে হবে।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগে কোনওদিন জীবনে প্রত্যাখিত হননি নীলিমা। তাঁর কথায়, “সবাই আমায় ভালবাসত, আমায় অনুসরণ করত। নিজেকে বলতাম, ‘তুমি তো ভগবানের প্রিয় সন্তান’। মাত্র ১৫ বছর বয়সে কত্থক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ। এর পর তো আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সবাই নাচের জন্য ডেকে নিয়ে যেত। একজন সুন্দর বন্ধুর সঙ্গে বিয়ে হল। সন্তান হল… যেখানে যেতাম আমায় ঘিরে থাকতো ভিড়। কিন্তু তার পরেই এই ঘটনা।”

হেরে যাননি। রাজেশ খট্টরের সঙ্গে আবার নতুন করে শুরু করেছিলেন জীবন। পেয়েছিল সন্তান ঈশান খট্টরকেও। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। হয়ে যায় বিচ্ছেদ। নীলিমার কথায়, “দ্বিতীয় বিয়ে টিকত যদি কিছু মারাত্মক জিনিস না হতো। ওই জিনিস গুলোকে ফেস করা সহজ ছিল না।” আগের থেকে নীলিমা এখন অনেক বেশি শক্ত। কামব্যাক করেছেন ছবির দুনিয়াতেও। ‘ডলি কিটি উও চমৎকার সিতারে’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পাশে রয়েছেন দুই সন্তান শাহিদ কাপুর এবং ঈশান খট্টর।

 

Next Article