অন্য মেয়েদের ইম্প্রেস করতে ঋষিকে সাহায্য করেছি আমি: নিতু কাপুর

নিতুর কথায় ঋষির 'উইংগড উওম্যান' ছিলেন তিনিই। সেখান থেকে প্রেম হল কী করে?

অন্য মেয়েদের ইম্প্রেস করতে ঋষিকে সাহায্য করেছি আমি: নিতু কাপুর
নিতু-ঋষি।
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 8:50 PM

প্রায় এক বছর পার হতে চলল ঋষি কাপুর নেই। তবু আজও উজ্জ্বল তাঁর স্মৃতি। রিয়ালিটির মঞ্চে এসে স্মৃতির ঝাঁপি খুললেন অভিনেতার স্ত্রী নিতু কাপুর। নিতুর কথায় ঋষির ‘উইংগড উওম্যান’ ছিলেন তিনিই। তাঁর কথায়, “আমরা ডেট করা শুরুর আগে ঋষিকে অন্য মেয়েকে ইমপ্রেস করতে সাহায্য করতাম আমি নিজেই। দু’জন দু’জনকে ডাকতাম বব বলে।” বন্ধু ছিলেন তাঁরা। সেখান থেকে প্রেম হল কী করে?

নিতু জানান, “আমি ছিলাম কাশ্মীরে। ও ছিল প্যারিসে। হঠাৎ করেই ওর থেকে একটা টেলিগ্রাম পাই, যাতে লেখা ও আমায় ভালবাসে।” সেখান থেকেই প্রেম শুরু।এর আগে এক সাক্ষাৎকারে নিতু জানিয়েছিলেন ঋষির নাকি পিছনে লাগা স্বভাব ছিল সেটে। বিয়ের আগে তিন বছর জমিয়ে প্রেম করেছেন তাঁরা।

তাঁদের ৪০ বছরের দাম্পত্যে চড়াই-উতরাই এসেছে অনেক। ঋষির সঙ্গে নাম জড়িয়েছে সহঅভিনেত্রীর। এমনকি শোনা যায়, কাপুর পরিবারের ট্র্যাডিশন মেনে বিয়ের পর নাকি নিতু কাজও করতে পারেননি বড় পর্দায়। চিড় ধরলেও ফিকে হয়নি তাঁদের প্রেম। দুঃসময়ে দু’জনেই দু’জনকে পাশে পেয়েছেন সব সময়।