
আচমকাই বিনোদন জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। সোমবার নিজের ব্যক্তিগত ও পেশাগত সমস্ত প্রতিশ্রুতি থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। গায়িকার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত তাঁর অনুরাগীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে নেহা লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে আমি যা যা ভাবতে পারছি—সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। আমি আর ফিরে আসব কি না, তা নিয়ে নিশ্চিত নই। ধন্যবাদ।”
একই সঙ্গে পাপারাৎজি এবং ভক্তদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন গায়িকা। তিনি লিখেছেন, “আমি অনুরোধ করছি আমাকে দয়া করে ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! আমার মানসিক শান্তির জন্য এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া।”
হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন নেহা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কোনো ব্যক্তিগত সংকট নাকি কাজের চাপ—কী কারণে তিনি ‘আর ফিরবেন কি না’ এমন সংশয় প্রকাশ করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
নেহা কক্কর বলিউড প্লেব্যাক গায়ক টনি কক্কর এবং সোনু কক্করের ছোট বোন। খুব অল্প বয়স থেকেই ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে তাঁর সংগীত জীবনের শুরু। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘লন্ডন ঠমকদা’ থেকে শুরু করে ‘কালা চশমা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।