ছেলেকে মাস্ক পরাননি কেন? অর্জুন রামপালকে এক হাত নিল নেটিজেন

“বাচ্চাকে মাস্ক না পরাতে পারলে, কাপড় বা ওড়না দিয়ে অন্তত মুখ ঢাকতে তো পারতেন।”

ছেলেকে মাস্ক পরাননি কেন? অর্জুন রামপালকে এক হাত নিল নেটিজেন
মায়ের কোলে মাস্ক ছাড়া অর্জুন পুত্র। নেটিজেনের ট্রোল।
Follow Us:
| Updated on: Dec 11, 2020 | 5:20 PM

পান থেকে চুন খসতে না  খসতেই  সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলিং। আর এখন কোভিড সময়ে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সুরক্ষাবিধি  নিয়ে আরও সোচ্চার হচ্ছে আমজনতা। মাস্কছাড়া ছবি দেখলেই সেলিব্রিটি পোস্টে ধেয়ে আসছে একের পর এক কমেন্ট। এক পোস্টে অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসকে চেপে ধরল নেটিজেন ।

Trolls

নেটিজেনের কমেন্ট

আজ, অর্জুনের এবং তাঁর প্রেমিকার এক ছবি প্রকাশ্যে আসে। ছবিতে অর্জুন এবং গ্যাব্রিয়েলা দু’জনের মুখে মাস্ক এবং ফেস শিল্ড আছে। কিন্তু তার ছেলের মুখে মাস্ক নেই,  আর না রয়েছে ফেস শিল্ড। এয়ারপোর্টে তোলা সে ছবি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনের একের পর এক কমেন্ট ধেয়ে আসে। গত জুলাই মাসে এক বছরে পা দিল ছোট আরিক। ছোট বাচ্চার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে নেটিজেনের একাংশ। একজন লেখে, “বাচ্চাকে মাস্ক না পরাতে পারলে, কাপড় বা ওড়না দিয়ে অন্তত মুখ ঢাকতে তো পারতেন।”,  আরেকজন লেখে, “বয়স্ক এবং বাচ্চাদের কোভিড ভাইরাস বেশি আক্রমণ করছে , আর মহিলাকে দেখুন নিজের বাচ্চাকে মাস্ক না পরিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এতটা কেয়ারলেস কী ভাবে হতে পারেন…”

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে, অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের (gabriella demetriades) ভাই অ্যাজিসিলাওস ডিমেট্রিয়াডেসের বাড়িতে অনুসন্ধান চালিয়ে হাসিস এবং অ্যালপ্রাজোলামের মতো নিষিদ্ধ ট্যাবলেট পায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

কিছুদিন আগেই অর্জুন তাঁর নতুন ছবি ‘দ্য ব্যাটেল অফ ভীমা কোরোগাওঁ’-এর ঘোষণা করেন। শোনা যাচ্ছে, ২০২১-এ সিনেমাহল এবং ওএটিটিতে রিলিজ করতে পারে।