পরিবারের নতুন সদস্যকে কোলে নিয়ে ঘুরছেন সোহা আলি খান!

তবে দ্বিতীয় কারণে আরও উচ্ছ্বসিত সোহা। বাড়িতে এসেছে নতুন সদস্য! তাঁকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরছেন সোহা।

পরিবারের নতুন সদস্যকে কোলে নিয়ে ঘুরছেন সোহা আলি খান!
সোহা আলি খান।
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 7:12 PM

বলিউড অভিনেত্রী সোহা আলি খান আনন্দে আটখানা! প্রথম কারণ, বৌদি করিনা কাপুর আবার মা হতে চলেছেন। প্রেগনেন্সির শেষ পর্যায়ে রয়েছেন করি কাপুর। সুখবর যাকে বলে অন দ্য ওয়ে!

তবে দ্বিতীয় কারণে আরও উচ্ছ্বসিত সোহা। বাড়িতে এসেছে নতুন সদস্য! তাঁকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরছেন সোহা।

আরও পড়ুন অভিনেতা অক্ষয় এখন ফোটোগ্রাফার! শুটিং সেটে তুলে দিলেন অভিনেত্রীর ছবি

কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক চারপেয়েকে নিয়ে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লেখেন, ‘পুরীকে আমাদের বিল্ডিংয়ে স্বাগত। আপনার বাড়িতে এবং আমাদের জীবনে আনার জন্য এক গোছা আনন্দ, ধন্যবাদ। ওর সঙ্গে সময় কাটাতে আমাদের দারুণ লাগছে।’

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)

সাদা-কালো ভিডিওতে দেখা যাচ্ছে কোলে নিয়ে পুরীকে আদর করছেন সোহা। বাড়ির সদস্যদের সঙ্গেও দেখা যাচ্ছে আসপাশে। সবাই একে একে এসে পোষ্যটির মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ইনায়া নৌমি কেম্মুকেও দেখা যাচ্ছে পুরীর পাশে।

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)

চতুর্থবার বাবা হতে চলেছেন, সোহার দাদা সইফ আলি খান। বাবা হওয়ার পর তাঁর মধ্যে এসেছে পরিবর্তন। পঞ্চাশে পা দেওয়া অভিনেতা সইফ বললেন, “আমি মনে করি আমাদের জীবনে আরও কিছু ধৈর্য ও স্থিতিশীলতা রয়েছে। আমি এর আগে আরও অধৈর্য ছিলাম। এবং আমি কী করছি এবং কোথায় যাচ্ছি তা নিয়ে সাধারণভাবে খুব বেশি উদ্বিগ্ন হয়নি। বেশিরভাগ লোকের মতো ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলাম, একই সঙ্গে বাচ্চাদের জন্য স্থিতিশীল হওয়ার চেষ্টা করেছি, এবং নিজের কেরিয়ারের অস্থিরতা ঠিক করার চেষ্টা করেছি।”

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)