‘দেশের মাটি’ সিরিয়ালে নতুন জুটি, শ্রুতি-দিব্যজ্যোতি

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 11, 2020 | 3:48 PM

দিব্যজ্যোতি সদ্য বিদেশ থেকে গ্রামে ফিরেছে পুজো উপলক্ষ্যে। অন্যদিনে শ্রুতি গ্রামের মেয়ে। শুধুমাত্র এই গ্রামের টানে বলা যেতে পারে ভিটের টানেই পড়াশুনো করতে শহরে যাওয়া হয়ে ওঠেনি তাঁর।

‘দেশের মাটি’ সিরিয়ালে নতুন জুটি, শ্রুতি-দিব্যজ্যোতি
'দেশের মাটি' শুটিং সেটে শ্রুতি-দিব্যজ্যোতি

Follow Us

আসছে নতুন জুটি, নতুন গল্প। নিজের মাটিকে আঁকড়ে ধরে বাঁচার গল্পই বলতে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’। তবে শুধু নতুন গল্প বললে ভুল হবে। দর্শকরা পেতে চলেছে ব্র‍্যান্ড নিউ জুটি। শ্রুতি আর দিব্যজ্যোতি। এসে গেল তার প্রোমো।

দিব্যজ্যোতি সদ্য বিদেশ থেকে গ্রামে ফিরেছে পুজো উপলক্ষ্যে। অন্যদিনে শ্রুতি গ্রামের মেয়ে। শুধুমাত্র এই গ্রামের টানে বলা যেতে পারে ভিটের টানেই পড়াশুনো করতে শহরে যাওয়া হয়ে ওঠেনি তার। এই গ্রামই তার ভালবাসা।আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকের শ্যুটিং।

শ্রুতি আর দিব্যজ্যোতি কে আগে দর্শকরা পেয়েছেন অন্য ধারাবাহিকে অন্যভাবে৷ এবার সম্পূর্ণ নতুন মোড়কে সামনে আসতে চলেছে তারা। জি বাংলার ধারাবাহিক ‘ত্রিনয়নী’- তে নয়ন চরিত্রে শ্রুতির অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের৷ গৌরব শ্রুতি জুটিও বেশ প্রশংসিত হয়েছিল। আর অন্যদিকে জয়ীর পর চুনী পান্না তে নির্ভিক ওরফে দিব্যজ্যোতি বেশ তাক লাগিয়েছিল।নির্ভিক- চুনী জুটিও বেশ নজর কাড়ে। এবার শ্রুতি- দিব্য জুটি কতটা ভালবাসা পায় দর্শকদের তা তো সময় বলবে।

Next Article