AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এই কাজ করলে মুহূর্তে ক্ষমা চেয়ে নেন সানি’, খোলসা করলেন নিখিল

Sunny Leone: এই শো প্রাথমিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল সানি লিওনির উপস্থিতিতে। তাঁর হটলুকে মন দিযেছেন বহু পুরুষ। নীল ছবির জগত থেকে সরে এসে তিনি এখন সফল সঞ্চালক। সিনেপাড়ায় বেড়েছে তাঁর কদর।

'এই কাজ করলে মুহূর্তে ক্ষমা চেয়ে নেন সানি', খোলসা করলেন নিখিল
| Updated on: Feb 16, 2024 | 4:06 PM
Share

নিখিল চিনাপা ও সানি লিওন, স্পিটসভিলা রিয়্যালিটি শোয়ে যাঁদের নিয়ে চর্চা থাকে তুঙ্গে। একের পর সিজন ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এই রিয়্যালসিটি শোয়ের। কখনও সামনে উঠে আসে বিভিন্ন সেলেব মডেলদের প্রেমকাহিনি, কখনও আবার গ্রপ নিয়ে খেলায় রেষারেষি। সব ক্ষেত্রেই এই শো দর্শক মনে বেজায় জায়গা করে থাকে। তবে এই শো প্রাথমিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল সানি লিওনির উপস্থিতিতে। তাঁর হটলুকে মন দিযেছেন বহু পুরুষ। নীল ছবির জগত থেকে সরে এসে তিনি এখন সফল সঞ্চালক। সিনেপাড়ায় বেড়েছে তাঁর কদর। মাঝে মধ্যেই নানা শো থেকে ডাক পেয়ে থাকেন তিনি, সেই সানি লিওনকে নিয়েই এবার একগুচ্ছ রহস্য ফাঁস করলেন সহ সঞ্চালক নিখিল।

জানালেন, অনেকের থেকেই সানি লিওনের সময়জ্ঞান অনেক বেশি। তিনি ঘড়ি ধরে সঠিক সময় ঢোকেন সেটে। কাজ সঠিকভাবে বুঝে নেন, নিজের টেক, শট সম্পর্কে সর্বদাই থাকেন সচেতন। তবে কখনও যদি তিনি একমিনিটও দেরিতে সেটে আসেন, তবে মুহূর্তে সকলকে গিয়ে গিয়ে দুঃখিত জানান। সানি লিওন স্পষ্টই জানিয়েছিলেন, যে তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। ছবির প্রস্তাবও পেয়েছেন বহু। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে একপেশে ভেবে নেওয়া হয়ে থাকে। যার জেরে সেই সকল চরিত্রের প্রস্তাব গ্রহণ করে উঠতে পারেন না তিনি। সানি লিওন স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে চরিত্রের চাহিদায় তিনি নিজেকে ভাঙতে রাজি, তবে সেই চরিত্রের উদ্দেশ্য সৎ হতে হবে। সানি বর্তমানে স্পিটভিলার কাজ নিয়ে ব্যস্ত। শুরু হতে চলেছে নতুন সিজন। আগে এই শোয়ে তাঁর সঙ্গে সঞ্চালনায় দেখা যেত রণবিজয়কে। এবার নিখিল চিনাপার সঙ্গে শো সঞ্চালনা করবেন বেবি ডল।