
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে বলিউডে যা রটেছিল, তার নেপথ্যের কারণ নাকি লাঞ্চবক্স খ্যাত অভিনেত্রী নিম্রত কৌর। গুঞ্জনে এসেছিল নিমরতের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েই ঐশ্বর্যকে ছাড়তে চলেছেন অভিষেক। তবে সে রটনা যে কতট ভুয়ো, তা বুঝিয়ে দিয়েছে সময়। আর এবার ভাইরাল হল বিয়ে নিয়ে নিমরত কৌরের একটি মন্তব্য।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে লাঞ্চবক্স ছবিতে নজর কাড়েন নিম্রত। বলা ভাল রাতারাতিই ইন্ডাস্ট্রিতে নজর কাড়েন। তারপর অবশ্য নানা ছবিতে সুযোগ পেলেও, সেই ছবি খুব একটা বক্স অফিসে সাফল্য পায় না। তার উপর অভিষেকর সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনে নিম্রত। ঠিক এই সময়ই এক সাক্ষাৎকারে কেরিয়ার, প্রেম, বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
নিম্রতের যে সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন, লাঞ্চবক্স হিট হওয়ার পর সবাই আমার কাজ নিয়ে কথা বলত, প্রশংসা করত। এখন হাতে তেমন কাজ নেই, হিট নেই, তাই সবাই বিয়ের কথা বলছে। কেরিয়ারে ডাউনফল এলেই কি বিয়ে করতে হবে? এটাই কি একমাত্র অপশন! আমার তো তা মনে হয় না। লোকে কবে বুঝবে।